TOKYO OLYMPICS 2020 : অলিম্পিকে লজ্জার ৭গোল হজম ভারতের

কেন এই হার? এ বারের টিমে ১১জন জুনিয়ারের অলিম্পিক অভিষেক হয়েছে। টিমে অভিজ্ঞতা কম থাকার খেসারতই কি দিতে হল? ঘটনা হল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঝমাঠ একেবারেই ভালো খেলতে পারেনি।

TOKYO OLYMPICS 2020 : অলিম্পিকে লজ্জার ৭গোল হজম ভারতের
অজিদের কাছে পর্যুদস্ত ভারত
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 8:16 PM

টোকিও: চব্বিশ ঘণ্টা আগেও পদকের স্বপ্ন দেখাচ্ছিল যাঁরা, তাঁরা লজ্জায় ফেলে দিলেন। অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বড় হার ভারতীয় হকি টিমের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে ১-৭ হারলেন মনপ্রীত সিংরা। বিশ্বের এক নম্বর টিমে আগ্রাসন একেবারেই সামলাতে পারেনি ভারতীয় ডিফেন্স। অন্যান্য টুর্নামেন্টে আরও বড় হারের খতিয়ান থাকলেও অলিম্পিকে খুব বেশি লজ্জার মুখে পড়তে হয়নি ভারতীয় টিমকে। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে শেষবার সোনা জেতা ভারত টোকিও থেকেই সূর্যোদয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে। সেখানেই কিনা জঘন্য হার। এর আগে ‍১৯৭৬ সালে মন্ট্রিল অলিম্পিকে অস্ট্রেলিয়ার কাছে ১-৬ হেরেছিল ভারতীয় টিম। সেই অস্ট্রেলিয়ার কাছে আরও বড় হার।

মনপ্রীত-শ্রীজেশদের সাম্প্রতিক সাফল্য বেশ নজরকাড়া। আর্জেন্টিনার মতো টিমকে হকি ওয়ার্ল্ড লিগে হারিয়েছে ভারত। অলিম্পিকের জন্যও অন্তত দেড় বছর তৈরি শিবির করেছে ভারত। কিন্তু বড় মঞ্চে আশা দেখিয়েও হতাশ করার ধারা থেকে বেরিয়ে আসতে পারলেন না মনপ্রীতরা। অস্ট্রেলিয়া প্রথম কোয়ার্টারে ১-০ এগিয়েছিল। দ্বিতীয় কোয়ার্টার থেকে আগ্রাসী খেলতে শুরু করে দেন অজিরা। একটা সময় ৫-০ হয়ে গিয়েছিল স্কোরলাইন। দিলপ্রীত সিং ১-৫ করেছিলেন। ব্যাস তারপরই শেষ ভারতীয় হকির ঝলক।

২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার কাছে ০-৮ হেরেছিল ভারতীয় টিম। সেটাই এখনও হকিতে সবচেয়ে বড় হার ভারতের। তারপরই আলোচনা আসবে, ১৯৭৮ সালে বিশ্বকাপে জার্মানির কাছে ০-৭ হার। ১৯৮০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কাছে ১-৭ হার। ১৯৮২ সালে এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে ১-৭ হার। ১৯৮২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ২-৭ হার। কিন্তু সাম্প্রতিক কালে এত বড় লজ্জার মুখে পড়তে হয়নি।

কেন এই হার? এ বারের টিমে ১১জন জুনিয়ারের অলিম্পিক অভিষেক হয়েছে। টিমে অভিজ্ঞতা কম থাকার খেসারতই কি দিতে হল? ঘটনা হল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঝমাঠ একেবারেই ভালো খেলতে পারেনি। তার উপর অজি প্লেয়ারদের দাপটে চাপ বাড়ছিল ডিফেন্সের। সেটাই সামলে উঠতে পারেননি মনপ্রীতরা। গোলের বন্যায় ভেসে গেল ভারত।

অলিম্পিকের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডে বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-২ জিতেছিল ভারত। হরমনপ্রীত সিং, রুপিন্দর পাল সিং, শ্রীজেশরা চমত্‍কার খেলেছিলেন। কিন্তু এক দিন পরেই পরিস্থিতি পাল্টে গেল। মঙ্গলবার স্পেনের বিরুদ্ধে খেলা। ভারতকে যদি অলিম্পিকে এগোতে হয়, তা হলে পরের ম্যাচগুলো জিততেই হবে।