টোকিও: টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) মেয়েদের টেবল টেনিস (Table Tennis) সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতীয় প্যাডলার ভাবিনা প্যাটেল (Bhavina Patel)। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই দুরন্ত প্রত্যাবর্তন ঘটান ভাবিনা। তৃতীয় ম্যাচেও তার অন্যথা হল না। যার জেরে প্রিকোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান প্রতিপক্ষ জোয়েস দি ওলিভিয়েরাকে (Joyce de Oliveira ) ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতীয় প্যাডলার।
গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে হারিয়ে প্রিকোয়ার্টারে পৌঁছান ভাবিনা। শুক্রবার শেষ ১৬-র লড়াইয়ের ফলাফল ১২-১০, ১৩-১১, ১১-৬। জোয়েস শুরুটা ভালো করলেও ভাবিনা দুরন্ত প্রত্যাবর্তন ঘটান। আর ম্যাচও জিতে নেন। তাঁর হাত ধরেই টিটিতে প্যারালিম্পিক থেকে পদকের স্বপ্ন দেখছে ভারত।
ভাবিনা শেষ আটে পৌঁছলেও অপর এক ভারতীয় প্যাডলার সোনাল প্যাটেল (Sonal Patel) পারলেন না। দক্ষিণ কোরিয়ার মি-গুইয়ের বিরুদ্ধে ১০-১২, ১১-৫, ১১-৩, ১১-৯ ব্যবধানে হেরে টোকিও প্যারালিম্পিক থেকে বিদায় নিলেন তিনি।
আরও পড়ুন: TOKYO PARALYMPICS 2020: টোকিওর মঞ্চে দুরন্ত প্রত্যাবর্তন ভাবিনার
আরও পড়ুন: Tokyo Paralympics 2020: প্রথম দিনই হার সোনাল-ভাবিনার