TOKYO PARALYMPICS 2020: টোকিওর মঞ্চে দুরন্ত প্রত্যাবর্তন ভাবিনার
ভারতের অপর প্যাডলার সোনালবেন মানুভাই প্যাটেল গতকাল প্রথম ম্যাচেই হেরে গিয়েছিলেন। টেবিল টেনিসে ক্লাস থ্রি ইভেন্টে চিনের কিয়ান লি-র কাছে ২-৩ হেরেছিলেন সোনালবেন।
টোকিও: প্যারালিম্পিকে (Paralympics 2020) আশা বাঁচিয়ে রাখলেন প্যাডলার (Paddler) ভাবিনা প্যাটেল (Bhavina Patel)। প্রথম দিনটা খারাপ গেলেও, দ্বিতীয় দিনেই দুরন্ত প্রত্যাবর্তন। নিজস্ব ঢংয়েই দাপুটে প্রত্যাবর্তন ঘটালেন তিনি। হারালেন গ্রেট ব্রিটেনের (Great Britain) প্রতিপক্ষকে।
টেবিল টেনিসের ক্লাস ফোর ইভেন্টে গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে ৩-১ ব্যবধানে হারালেন ভাবিনা। স্কোরলাইন ১-১ থাকার পর বাকি দুটো গেমে দুরন্ত প্রত্যাবর্তন করেন ভারতীয় প্যাডলার। গত চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে প্যারালিম্পিক অভিযানে হেরে গিয়েছিলেন ভাবিনা । চলতি টোকিও প্যারালিম্পিকে প্রথম ম্যাচ জিতে উচ্ছ্বসিত ভারতীয় প্যাডলার । ম্যাচ শেষে তিনি জানান, এরই সঙ্গে তাঁর আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছে কয়েক গুণ। অলিম্পিক হোক কিংবা প্যারালিম্পিক, টেবিল টেনিসে ভারতের সাফল্য নেই বললেই চলে। ভাবিনা আত্মবিশ্বাসী, পরবর্তী রাউন্ডেও তিনি জয়ের ধারা বজায় রাখতে পারবেন।
ভারতের অপর প্যাডলার সোনালবেন মানুভাই প্যাটেল গতকাল প্রথম ম্যাচেই হেরে গিয়েছিলেন। টেবিল টেনিসে ক্লাস থ্রি ইভেন্টে চিনের কিয়ান লি-র কাছে ২-৩ হেরেছিলেন সোনালবেন। আজ বিকেলে কোরিয়ান প্রতিপক্ষের মুখোমুখি হবেন ভারতীয় প্যাডলার। ভাবিনার মতো সোনালবেনও তৈরি দ্বিতীয় ম্যাচে কামব্যাক করতে।
অলিম্পিকে শরথ কমল, মনিকা বাত্রার ব্যর্থতার মুখ দেখেছেন। তৈরি হয়েছে বিতর্কও। এবার ভাবিনা, সোনালবেনদের হাত ধরে শেষপর্যন্ত ভারতীয় টিটি প্যারালিম্পিক্স থেকে পদক পায় কি না, তার দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় ক্রীড়ামহল।