Tokyo Paralympics 2020: প্রথম দিনই হার সোনাল-ভাবিনার

বৃহস্পতিবার সোনাল ও ভাবিনা নিজ নিজ বিভাগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন।

Tokyo Paralympics 2020: প্রথম দিনই হার সোনাল-ভাবিনার
Tokyo Paralympics 2020: প্রথম দিনই হার সোনাল-ভাবিনার (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2021 | 3:28 PM

টোকিও: প্যারালিম্পিকের (Tokyo Paralympics) প্রথম দিনই ভারতের (India) ব্যর্থতা। আজ, বুধবার টোকিও প্যারালিম্পিকে মেয়েদের সিঙ্গলসের (Women’s Singles) ক্লাস ৩-এর (Class 3) গ্রুপ ডি-র ম্যাচে নেমেছিলেন ভারতীয় প্যাডলার সোনাল প্যাটেল (Sonal Patel)। তাঁর পাশাপাশি মেয়েদের সিঙ্গলসের ক্লাস ৪-এর (Class 4) গ্রুপ এ-র ম্যাচে নেমেছিলেন ভাবিনা প্যাটেল (Bhavina Patel)। তবে ভারতের দুই প্যাডলারই নিজেদের প্রথম ম্যাচে হেরেছেন।

চিনা প্রতিপক্ষ লি খুয়ানের (Li Quan) বিরুদ্ধে ৩ গেমে এগিয়ে থাকলেও পরের দুটি গেমে সামলাতে পারেননি সোনাল। পাঁচ গেমের লড়াইয়ের ফলাফল ১১-৯, ৩-১১, ১৭-১৫, ৭-১১, ৪-১১। বিশ্বের চতুর্থ ও রিওতে রুপো জয়ী প্যাডলারের বিরুদ্ধে হারলেও সোনালের চেষ্টাকে সমর্থন করেছেন অনেকেই।

অন্যদিকে বিশ্বের এক নম্বর প্যাডলার ঝোও ইংয়ের (Zhou Ying) বিরুদ্ধে কার্যত কোন প্রতিরোধই করে উঠতে পারেননি ভাবিনা। চিনা প্রতিপক্ষের কাছে স্ট্রেট গেমে ভাবানি হারেন ৩-১১, ৯-১১, ২-১১ ব্যবধানে।

বৃহস্পতিবার সোনাল ও ভাবিনা নিজ নিজ বিভাগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন। ক্লাস ৩ বিভাগের দ্বিতীয় ম্যাচে সোনালের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার মি গিউ লি। ক্লাস ৪ বিভাগের দ্বিতীয় ম্যাচে গ্রেট ব্রিটেনের মেগান শাকলেটনের মুখে নামবেন ভাবিনা।

আরও পড়ুন: Tokyo Paralympics 2020: প্যারালিম্পিকের ঢাকে কাঠি, জানুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য