TOKYO OLYMPICS 2020: যোগ্যতা পর্বে প্রথম সৌরভ, সাড়া জাগিয়েও হতাশ করলেন অভিষেক

Saurabh Chaudhary:এদিন ৪ নম্বর রাউন্ডে তাক লাগিয়ে দেন সৌরভ। ১০০য়ে ১০০ স্কোর করে নজর কাড়েন সৌরভ।

TOKYO OLYMPICS 2020: যোগ্যতা পর্বে প্রথম সৌরভ, সাড়া জাগিয়েও হতাশ করলেন অভিষেক
পদকের আশা জাগাচ্ছেন সৌরভ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2021 | 11:35 AM

টোকিওঃ পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে কোয়ালিফাইং রাউন্ডে সাড়াজাগানো শুরু করলেন ভারতের সৌরভ চৌধুরি।মেরঠের সৌরভের উপর পদকের আশা করছে ভারতীয় শ্যুটিংমহল। আর কোয়ালিফাইং রাউন্ডেই যে আশা যেন কয়েকগুণ বাড়িয়ে দিলেন সৌরভ। নজর কাড়লেন আরেক শ্যুটার অভিষেক বর্মাও।  পঞ্চম স্থানে শেষ করলেন কোয়ালিফাইং রাউন্ডে।

এদিন শুরু থেকে দুরন্ত ছন্দে ছিলেন সৌরভ চৌধুরি। জুনিয়র ওয়ার্ল্ড কাপ হোক বা সিনিয়র ওয়ার্ল্ড কাপ- সবেতেই নজর কেড়েছেন এই টিনএজার শ্যুটার। ২০১৯ সালে ওয়ার্ল্ড কাপে মিক্সড ইভেন্টে জিতেছেন ৪ বার সোনা। শুধু তাই নয় এশিয়ান গেমসেও তাঁর গলায় ঝুলেছে সোনার পদক। তাই অলিম্পিকে তিনি যে নজর কাড়বেন, তা আশাই করা হয়েছিল। এদিন ৪ নম্বর রাউন্ডে তাক লাগিয়ে দেন সৌরভ। ১০০য়ে ১০০ স্কোর করে নজর কাড়েন সৌরভ।

অন্যদিকে দারুণ শুরু করেও হতাশ করলেন অভিষেক বর্মা। সাড়া জাগিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত ১৭ নম্বরে শেষ করেন অভিষেক। এক সময় ৫ নম্বরে ছিলেন অভিষেক। ফাইনাল রাউন্ডে পৌঁছতে গেলে প্রথম ৮জনের মধ্যে থাকতে হবে। সেই আশাও তৈরি করেছিলেন অভিষেক। তবে শেষপর্যন্ত ব্যর্থ হন অভিষেক।