TOKYO PARALYMPICS 2020: আজ উদ্বোধনে ভারতের পতাকাবাহক টেক চাঁদ

TV9 Bangla Digital | Edited By: sushovan mukherjee

Aug 24, 2021 | 12:59 PM

টোকিও (Tokyo) যাওয়ার বিমান ধরার সময় করোনা সংক্রমিত এক বিদেশি যাত্রীর সংস্পর্শে এসেছিলেন ভারতীয় হাই জাম্পার (Indian High Jumper)। গেমস ভিলেজে (Games Village) পৌঁছেও তাই কোয়ারান্টিনে থাকতে হবে থাঙ্গাভেলুকে (Mariyappan Thangavelu)। যদিও ভারতীয় হাই জাম্পারের প্রতিটা কোভিড রিপোর্টই (Covid Report) নেগেটিভ এসেছে।

TOKYO PARALYMPICS 2020: আজ উদ্বোধনে ভারতের পতাকাবাহক টেক চাঁদ
টোকিও প্যারালিম্পিক: ভারতের পতাকাবাহক টেক চাঁদ

Follow Us

টোকিও: আজ ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টেয় প্যারালিম্পিকের (Tokyo Paralympic Games 2020) উদ্বোধনী অনুষ্ঠান (Opening Ceremony)। উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবেন না মারিয়াপ্পান থাঙ্গাভেলু (Mariyappan Thangavelu)। দেশের পতাকাবাহক হিসেবে তাঁর নামই চূড়ান্ত করেছিল কমিটি। কিন্তু পরিবর্ত পরিস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানেই থাকতে পারছেন না রিও প্যারালিম্পিকের সোনাজয়ী হাই জাম্পার (High Jump)।

টোকিও (Tokyo) যাওয়ার বিমান ধরার সময় করোনা সংক্রমিত এক বিদেশি যাত্রীর সংস্পর্শে এসেছিলেন ভারতীয় হাই জাম্পার (Indian High Jumper)। গেমস ভিলেজে (Games Village) পৌঁছেও তাই কোয়ারান্টিনে থাকতে হবে থাঙ্গাভেলুকে (Mariyappan Thangavelu)। যদিও ভারতীয় হাই জাম্পারের প্রতিটা কোভিড রিপোর্টই (Covid Report) নেগেটিভ এসেছে। টোকিও প্যারালিম্পিক কমিটির (Tokyo Paralympics Committee) নির্দেশেই গেমস ভিলেজে (Games Village) আপাতত কোয়ারান্টিনে থাকতে হবে থাঙ্গাভেলুকে (Mariyappan Thangavelu)। কোভিড সুরক্ষা বিধি মেনেই তাঁকে কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদ (Tek Chand)।

আরও পড়ুন: AFGANISTHAN CRICKET : অশান্ত দেশ আর দোসর করোনা, পিছিয়ে গেল পাক-আফগান সিরিজ

গত রিও প্যারালিম্পিকে (Rio Paralaympic Games 2016) পুরুষদের হাইজাম্পে F-42 ইভেন্টে সোনা জেতেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু (Mariyappan Thangavelu)। এ বছরও তাঁকে ঘিরে প্রত্যাশা রয়েছে ভারতীয়দের। ১৯৬৮ সালে প্যারালিম্পিকের আনুষ্ঠানিক সূচনা হয়। প্যারালিম্পিকে এখনও পর্যন্ত ভারত ১২টা পদক (12 Medals) জিতেছে। তার মধ্যে রয়েছে ৪টে সোনা (Gold)। প্যারালিম্পিকে ভারতকে প্রথম বার সোনা (Gold) এনে দিয়েছিলেন মুরলীকান্ত পেটকার (Muralikant Petkar)। পুরুষদের ৫০ মিটার সাঁতারে সোনা জিতেছিলেন তিনি। ৩৭.৩৩ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। ২০০৪ আর ২০১৬ প্যারালিম্পিকে সোনা জেতেন দেবেন্দ্র ঝাঝারিয়া (Devendra Jhajharia)। প্যারালিম্পিকে একমাত্র ভারতীয় যাঁর দুটো সোনা রয়েছে। আগামিকাল থেকেই টোকিও প্যারালিম্পিকে যাত্রা শুরু করছে ভারত। টেবল টেনিসে সোনালবেন মানুভাই প্যাটেল নামছেন চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে। মহিলাদের সিঙ্গলসে ভাবিনা হাসমুখভাই প্যাটেলও নামছেন খেলতে।

Next Article