AFGANISTHAN CRICKET : অশান্ত দেশ আর দোসর করোনা, পিছিয়ে গেল পাক-আফগান সিরিজ
এই পরিস্থিতিতে দেশের ক্রিকেটাররা কিভাবে যাবেন শ্রীলঙ্কায়? এক কথায় অসম্ভব। শুধু তাই নয়, দেশের যা পরিস্থিতিতে তাতে আফগানিস্তানে ম্যাচ সম্প্রচার করা এই পরিস্থিতিতে অসম্ভবও।
ইসলামাবাদঃ তালিবান দাপটে অশান্ত আফগানিস্তান। অশান্ত কাবুল। দেশ থেকে পালাতে চাইছেন সে দেশের মানুষরা। আর যারা পারছেন না, তাঁরা আশঙ্কায় দিন কাটাচ্ছে । প্রতিমুহুর্তে মৃত্যু ভয় তাড়া করে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে দেশের ক্রিকেট চালিয়ে যাওয়া যে একপ্রকার কঠিন। এই অবস্থায় আপাতত স্থগিত হল পাকিস্তান-আফগানিস্তান একদিনের সিরিজ।তবে শুধুই কি অশান্ত কাবুলের জন্যই স্থগিত হল পাকিস্তান-আফগানিস্তান সিরিজ?
আগামি মাসের শুরুতেই তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কাতে। তবে শুরুর আগেই যেভাবে আফগানিস্তান অশান্ত হয়ে উঠেছে তাতেই চিন্তার ভাঁজ পড়ে আফগান ক্রিকেট সংস্থার। যার ফল এখন কাবুল থেকে বিমান পরিষেবাও ব্যহত হয়েছে। প্রথমে পরিকল্পনা ছিল সড়কপথে পাকিস্তানে এসে আফগানিস্তান দল কলম্বো উড়ে যাবে দুবাই হয়ে। তবে এখন যা পরিস্থিতি সেও বাতিল করতে হয়েছে।
PCB has accepted ACB's request to postpone next month’s ODI series due to players’ mental health issues, disruption in flight operations in Kabul, lack of broadcast facilities and increased Covid-19 cases in Sri Lanka. Both boards will try to reschedule the series in 2022.
— Pakistan Cricket (@TheRealPCB) August 23, 2021
এই পরিস্থিতিতে দেশের ক্রিকেটাররা কিভাবে যাবেন শ্রীলঙ্কায়? এক কথায় অসম্ভব। শুধু তাই নয়, দেশের যা পরিস্থিতিতে তাতে আফগানিস্তানে ম্যাচ সম্প্রচার করা এই পরিস্থিতিতে অসম্ভবও।
শুধু কি অশান্ত কাবুল? তার সঙ্গে রয়েছে করোনার প্রকোপ। ভারত-শ্রীলঙ্কা সিরিজের পরেই সেদেশে একধাক্কায় বেড়ে গিয়েছে সংক্রমণ। শুধু তাই নয়, সংক্রমণ এতটাই বেড়ে গিয়েছে যে সেদেশে ১০ দিনের লকডাউনও ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় ক্রিকেটের আসর বসাও কঠিন।
প্রসঙ্গত, তালিবানরা কাবুল দখল নেওয়ার পর জানিয়েছিল, তাঁরা আফগানিস্তানের ক্রিকেট সংক্রান্ত বিষয়ে ঢুকবেনা। তবে দেশের যা টালমাটাল পরিস্থিতি তাতে সেদেশে এইমূহুর্তে ক্রিকেট চালিয়ে যাওয়া একপ্রকার অসম্ভব বলে মত ক্রিকেটমহলের।