লন্ডন: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics 2020) ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। আজ টোকিও প্যারালিম্পিকের (Tokyo Paralympics 2020) শুভ সূচনা। প্যারালিম্পিকে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের এ বার শুভেচ্ছা জানালেন কোহলি (Virat Kohli)। লন্ডনে বসেই টুইটারে (Twitter) শুভেচ্ছা জানালেন ভারত অধিনায়ক।
Sending my best wishes and support to the ?? contingent at the Tokyo Paralympics. I am cheering for each one of you and I am sure you will make us proud. #TeamIndia #Praise4Para #Tokyo2020
— Virat Kohli (@imVkohli) August 23, 2021
টুইটে কোহলি (Virat Kohli) বলেন, ‘টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের প্রতি শুভেচ্ছা রইল। প্রত্যেকের জন্য আমি গলা ফাটাব। আমি নিশ্চিত তোমরা সবাই আমাদের গর্বিত করবে।’
বিরাট কোহলির (Virat Kohli) পাশাপাশি ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানী রামপাল (Rani Rampal) আর পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংও (Manpreet Singh) শুভেচ্ছা জানান প্যারালিম্পিকে অংশ নেওয়া অ্যাথলিটদের (Athletes)। সমস্ত বিভাগ মিলিয়ে এ বছর টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics 2020) ভারতের ৫৪ অ্যাথলিট (54 Athletes) অংশ নিচ্ছেন।
আজ ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টেয় প্যারালিম্পিকের (Tokyo Paralympic Games 2020) উদ্বোধনী অনুষ্ঠান (Opening Ceremony)। উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবেন না মারিয়াপ্পান থাঙ্গাভেলু (Mariyappan Thangavelu)। দেশের পতাকাবাহক হিসেবে তাঁর নামই চূড়ান্ত করেছিল কমিটি। কিন্তু পরিবর্ত পরিস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানেই থাকতে পারছেন না রিও প্যারালিম্পিকের সোনাজয়ী হাই জাম্পার (High Jump)।
আরও পড়ুন: World Athletics U20 Championships: শৈলীর সাফল্যে অবদান মা বিনীতার
টোকিও (Tokyo) যাওয়ার বিমান ধরার সময় করোনা সংক্রমিত এক বিদেশি যাত্রীর সংস্পর্শে এসেছিলেন ভারতীয় হাই জাম্পার (Indian High Jumper)। গেমস ভিলেজে (Games Village) পৌঁছেও তাই কোয়ারান্টিনে থাকতে হবে থাঙ্গাভেলুকে (Mariyappan Thangavelu)। যদিও ভারতীয় হাই জাম্পারের প্রতিটা কোভিড রিপোর্টই (Covid Report) নেগেটিভ এসেছে। টোকিও প্যারালিম্পিক কমিটির (Tokyo Paralympics Committee) নির্দেশেই গেমস ভিলেজে (Games Village) আপাতত কোয়ারান্টিনে থাকতে হবে থাঙ্গাভেলুকে (Mariyappan Thangavelu)। কোভিড সুরক্ষা বিধি মেনেই তাঁকে কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদ (Tek Chand)।
গত রিও প্যারালিম্পিকে (Rio Paralaympic Games 2016) পুরুষদের হাইজাম্পে F-42 ইভেন্টে সোনা জেতেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু (Mariyappan Thangavelu)। এ বছরও তাঁকে ঘিরে প্রত্যাশা রয়েছে ভারতীয়দের। ১৯৬৮ সালে প্যারালিম্পিকের আনুষ্ঠানিক সূচনা হয়। প্যারালিম্পিকে এখনও পর্যন্ত ভারত ১২টা পদক (12 Medals) জিতেছে। তার মধ্যে রয়েছে ৪টে সোনা (Gold)। প্যারালিম্পিকে ভারতকে প্রথম বার সোনা (Gold) এনে দিয়েছিলেন মুরলীকান্ত পেটকার (Muralikant Petkar)। পুরুষদের ৫০ মিটার সাঁতারে সোনা জিতেছিলেন তিনি। ৩৭.৩৩ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। ২০০৪ আর ২০১৬ প্যারালিম্পিকে সোনা জেতেন দেবেন্দ্র ঝাঝারিয়া (Devendra Jhajharia)। প্যারালিম্পিকে একমাত্র ভারতীয় যাঁর দুটো সোনা রয়েছে। আগামিকাল থেকেই টোকিও প্যারালিম্পিকে যাত্রা শুরু করছে ভারত। টেবল টেনিসে সোনালবেন মানুভাই প্যাটেল নামছেন চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে। মহিলাদের সিঙ্গলসে ভাবিনা হাসমুখভাই প্যাটেলও নামছেন খেলতে।