Vinesh Phogat: প্রচন্ড চাপ আসছে… রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন বিনেশ ফোগাট

ক্রীড়াদিবদের রাজনীতিতে যোগ দেওয়া অবশ্য নতুন ট্রেন্ড নয়। সত্যিই কি বিনেশ ফোগাটও এ বার যোগ দেবেন রাজনীতিতে? কী বলছেন ভারতীয় তারকা কুস্তিগির?

Vinesh Phogat: প্রচন্ড চাপ আসছে... রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন বিনেশ ফোগাট
Vinesh Phogat: প্রচন্ড চাপ আসছে... রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন বিনেশ ফোগাটImage Credit source: X
Follow Us:
| Updated on: Aug 28, 2024 | 3:08 PM

কলকাতা: ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট (Vinesh Phogat) কি সত্যিই নামবেন রাজনীতির ময়দানে? বেশ কিছুদিন ধরে এই নিয়ে জোর আলোচনা চলছে। তিনি কয়েকদিন আগে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে দেখা করেছিলেন। এরপর অনেকেই বলতে শুরু করেন, এ বার বিনেশের কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভবনা জোরাল হল। এর আগে হরিয়ানা বিজেপির প্রধান মোহনলাল বডোলি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, বিনেশ ভোটে দাঁড়াতে পারেন। ক্রীড়াদিবদের রাজনীতিতে যোগ দেওয়া অবশ্য নতুন ট্রেন্ড নয়। সত্যিই কি বিনেশও যোগ দেবেন রাজনীতিতে? কী বলছেন ভারতীয় তারকা কুস্তিগির?

বিনেশ রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে এই প্রথম বার মুখ খুললেন। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়েছিলেন বিনেশ ফোগাট। সেখানে তিনি বলেন, ‘রাজনীতিতে যোগ দেওয়ার চাপ আসছে। কিন্তু আমি বড়দের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

প্যারিস অলিম্পিকে ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন বিনেশ ফোগাট। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি ফাইনালে নামতে পারেননি। যে কারণে তাঁর নিশ্চিত পদক হাতছাড়া হয়েছে। এরপর তিনি কুস্তিকে বিদায়ও জানান। অবশ্য, বার বার শোনা গিয়েছে, অবসর ভেঙে ফের কুস্তির আখাড়ায় ফিরতে পারেন বিনেশ। এ বার তাঁর সামনে প্রশ্ন রাখা হয়েছিল, রাজনীতিতে যোগ দিলে কি আর খেলবেন না? হাসিমুখে বিনেশ উত্তর দেন, ‘আমি দু’টোই চালিয়ে যাব।’

অবসর কি তা হলে ভাঙবেন বিনেশ? তাঁর উত্তর, ‘যখন আমার মস্তিস্ক পরিষ্কার হবে, আমি তখন পরবর্তীতে কী করা উচিত তা নিয়ে ভাবব। সম্প্রতি আমার সঙ্গে যা হয়েছে, তাতে আমি বিরাট ধাক্কা পেয়েছি।’