Paris Paralympics 2024: প্যারিসে হয়নি, প্যারিসে হবে… প্যারালিম্পিকে রেকর্ডের লক্ষ্য ভারতের

Aug 25, 2024 | 7:00 AM

Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিকে তিনটি নতুন ইভেন্টে নামবেন ভারতীয় অ্যাথলিটরা। সেই তিন ইভেন্ট হল - প্যারা সাইক্লিং, প্যারা রোয়িং ও ব্লাইন্ড জুডো। ভারত থেকে মোট ১২ টি ইভেন্টে প্যারিস প্যারালিম্পিকে নামবেন প্যারা অ্যাথলিটরা।

Paris Paralympics 2024: প্যারিসে হয়নি, প্যারিসে হবে... প্যারালিম্পিকে রেকর্ডের লক্ষ্য ভারতের
Paris Paralympics 2024: প্যারিসে হয়নি, প্যারিসে হবে... প্যারালিম্পিকে রেকর্ডের লক্ষ্য ভারতের
Image Credit source: X

Follow Us

কলকাতা: অপেক্ষার আর মাত্র ৩টে দিন। আজ ২৫ অগস্ট। ক্যালেন্ডারে ২৮ অগস্ট এলেই শুরু হয়ে যাবে প্যারিস প্যারালিম্পিক (Paris Paralympics 2024)। একাধিক দেশের প্যারা অ্যাথলিটরা এখানে পারফর্ম করেন। টোকিও প্যারালিম্পিকে ভারত থেকে ৫৪ জন প্যারা অ্যাথলিট গিয়েছিলেন। আর প্যারিসে যাচ্ছেন ভারত থেকে ৮৪ জন প্যারা অ্যাথলিট। প্যারিস অলিম্পিকে ১০টির বেশি পদকের আশা করেছিলেন ভারতীয়রা। কিন্তু তা হয়নি। সেখান থেকে এসেছে ৬টি পদক। এ বার যা হয়নি প্যারিসে, তাই হবে প্যারিসে বলা হচ্ছে। কারণ প্যারালিম্পিকে এই প্রথম বার এত বড় ভারতীয় প্যারা অ্যাথলিটের টিম পাঠানো হচ্ছে। আর ২৫টিরও বেশি পদকে নজর রয়েছে ভারতীয় প্যারা অ্যাথলিটদের। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন প্রথম বার প্যারা অলিম্পিকে নেমেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। প্যারালিম্পিক থেকে এখনও অবধি ভারতে এসেছে কতগুলি পদক?

১৯৬৮ সালের প্যারালিম্পিকে প্রথম বার অংশ নিয়েছিলেন ভারতের প্যারা অ্যাথলিটরা। তেল আভিভে সে বার প্যারালিম্পিক হয়েছিল। ভারত থেকে মোট ১০ জন প্যারা অ্যাথলিট সেখানে নেমেছিলেন। কিন্তু কোনও পদক সে বার দেশকে দিতে পারেনি ভারতের প্যারা অ্যাথলিটরা। এরপর ১৯৭৬ ও ১৯৮০ প্যারালিম্পিকে অংশ নেয়নি ভারত। ১৯৮৪ সালের প্যারালিম্পিকে কামব্যাক হয় ভারতের প্যারা অ্যাথলিটদের। তারপর থেকে প্রতিটি প্যারালিম্পিকে দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এখনও অবধি ১২টি প্যারালিম্পিকে অংশ নিয়েছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। তাতে ৩১টি পদক এসেছে দেশে। প্যারালিম্পিকের মঞ্চ থেকে ভারতের প্যারা অ্যাথলিটরা এখনও অবধি ৯টি সোনা, ১২টি রুপো ও ১০টি ব্রোঞ্জ এনে দিয়েছেন দেশকে।

এই খবরটিও পড়ুন

প্যারিস প্যারালিম্পিকে তিনটি নতুন ইভেন্টে নামবেন ভারতীয় অ্যাথলিটরা। সেই তিন ইভেন্ট হল – প্যারা সাইক্লিং, প্যারা রোয়িং ও ব্লাইন্ড জুডো। ভারত থেকে মোট ১২ টি ইভেন্টে প্যারিস প্যারালিম্পিকে নামবেন প্যারা অ্যাথলিটরা। প্যারিস প্যারালিম্পিকে মোট ২২টি স্পোর্টস ইভেন্ট রয়েছেন।

Next Article