PMV EaS-E: দেশের প্রথম মাইক্রো ইলেকট্রিক গাড়ি লঞ্চ হল, দাম 4 লাখ টাকা, একবার চার্জে 200Km দৌড়বে
Micro Electric Car PMV EaS-E: দেশের প্রথম মাইক্রো ইলেকট্রিক গাড়িটি লঞ্চ হয়ে গেলে, যার দাম শুরু হচ্ছে মাত্র 4 লাখ চাকা থেকে। সেই PMV EaS-E কোয়াড্রিসাইকেল ইলেকট্রিক গাড়িটির ফিচার্স ও স্পেসিফিকেশনস সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিন।

দুর্দান্ত একটি স্মার্ট ইলেকট্রিক কোয়াড্রিসাইকেল নিয়ে এল PMV Electric নামক দেশের একটি ইলেকট্রিক ভেহিকল স্টার্টাআপ। সেই নতুন গাড়িটির নাম EaS-E। বিবিধ কনফিগারেশনের রেঞ্জের উপরে ভিত্তি করে গাড়িটির একাধিক মডেল (বেস/মিড/লং-রেঞ্জ) রয়েছে। সেগুলির 4 লাখ টাকা থেকে 6 লাখ টাকার (এক্স-শোরুম) মধ্যে। ড্রাইভার ব্যতিরেকে গাড়িটিতে মোট দু’জনের বসার জায়গা রয়েছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে রিমোট পার্কিং অ্যাসিস্ট, রিমোট কানেক্টিভিটি/ডায়াগনস্টিক্স এবং ক্রুজ় কন্ট্রোল।
টু সিটার লেটআউটের এই PMV EaS-E গাড়িটি আসলে বাজাজ কিউট মডেলের প্রতিযোগী। পাশাপাশি মাহিন্দ্রা মার্কেটে যে অ্যাটম কোয়াড্রিসাইকেল নিয়ে আসছে, তাকেও জোরদার টক্কর দিতে চলেছে এই পিএমভির গাড়িটি। PMV EaS-E কোয়াড্রিসাইকেলের দৈর্ঘ্যে 2,915mm। আর এই দৈর্ঘ্য হওয়ার ফলে সবথেকে বড় সুবিধা হল গাড়িটি খুব ছোট পার্কিং স্পেসে পার্ক করা যাবে। 170mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে যার মাধ্যমে হল্ট-ফ্রি ড্রাইভিংয়ের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। সমস্ত ধরনের টের্যান্সের ক্ষেত্রেই এই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন চালকরা।
এই ইলেকট্রিক কোয়াড্রিসাইকেলের মধ্যমণি হল একটি ইলেকট্রিক মোটর, যা ফ্রন্ট হুইলে পাওয়ার ডেলিভার করছে। একটি অ্যাডভান্সড লিথিয়াম আইরন ফসফেট ব্যাটারি গাড়িটির চার্জিংয়ের দিকটি নিশ্চিত করছে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে বাড়ির সাধারণ পাওয়ার আউটলেট থেকে মাত্র 4 ঘণ্টায় ফুল চার্জিং সম্ভব। PMV EaS-E গাড়িটির সর্বাধিক স্পিড 70Km প্রতি ঘণ্টা। ব্যাটারির উপরে ভিত্তি করে এই গাড়ির মোট তিনটি রেঞ্জ কনফিগারেশন রয়েছে। তাদের মধ্যে একটি 120Km, একটি 160Km এবং আর একটি 200Km রেঞ্জ দিতে পারবে একবার চার্জে।
এই মিনি ইলেকট্রিক গাড়ির উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলস, OTA আপডেট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, রিমোট কিলেস এন্ট্রি, পাওয়ার উইন্ডোজ়, ইলেকট্রনিক্যালি কন্ট্রোলড মিররস, রিয়ার ভিউ ক্যামেরা, এয়ার কন্ডিশনিং এবং LED হেডল্যাম্প রয়েছে।
ডুয়াল টোন এক্সটিরিয়ার থিম রয়েছে গাড়িটিতে। বিভিন্ন রেঞ্জের এক্সটিরিয়ার কালার অপশন রয়েছে এই গাড়ির। সেগুলি হল, স্পার্কল সিলভার, ব্রিলিয়ান্ট হোয়াইট, ডিপ গ্রিন, প্যাসোনেট রেড পেপ্পি অরেঞ্জ, পিওর ম্যাজেস্টিক ব্লু, ফাঙ্কি ইয়েলো, ভিন্টেজ ব্রাউন এবং রয়্যাল বেইজ।
