Keeway ভারতে নিয়ে এল Vieste 300, Sixties 300i স্কুটার দুটি ও K-Light 250V ক্রুজ়ার বাইক, মাত্র 10,000 টাকায় বুকিং

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 18, 2022 | 9:31 AM

Keeway Vieste 300, Keeway Sixties 300i, Keeway K-Light 250V: হাঙ্গেরির জনপ্রিয় দু'চাকা গাড়ি প্রস্তুতকারক সংস্থা দেশে একই সঙ্গে স্কুটার ও বাইক মিলিয়ে মোট তিনটি মডেল লঞ্চ করল। সেই তিনটি মডেলের ফিচার্স ও স্পেসিফিকেশনস সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

Keeway ভারতে নিয়ে এল Vieste 300, Sixties 300i স্কুটার দুটি ও K-Light 250V ক্রুজ়ার বাইক, মাত্র 10,000 টাকায় বুকিং
কিওয়ে-র নতুন তিন দু'চাকা গাড়ি।

Follow Us

ভারতের মার্কেটে গ্র্যান্ড এন্ট্রি হল হাঙ্গেরির জনপ্রিয় টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা Keeway-এর। ভারতের বাজারে একই দিন তিনটি দু’চাকা গাড়ি লঞ্চ করে তাক লাগাল বিদেশি এই সংস্থাটি। দুটি স্কুটার এবং একটি বাইক মিলিয়ে Keeway যে তিনটি মডেল ভারতে লঞ্চ করেছে, সেগুলি হল K-Light 250V যা একটি ক্রুজ়ার মোটরসাইকেল, Vieste 300 নামক একটি ম্যাক্সি স্কুটার ও আর একটি স্কুটার যার নাম Sixties 300i। কিওয়ে-র এই সবকটি মডেলই CKD বা কমপ্লিটলি নকড ডাউন রুটে নিয়ে আসা হয়েছে এবং ভারতে অ্যাসেম্বল করা হয়েছে। 26 মে থেকে এই ক্রুজ়ার বাইক, ম্যাক্সি ও নর্মাল স্কুটারটির টেস্ট রাইডিং করতে পারবেন আগ্রহীরা। মাত্র 10,000 টাকায় এদের বুকিং ইতিমধ্যেই আরম্ভ হয়ে গিয়েছে। ডেলিভারি শুরু হবে মে মাসের শেষ বা জুন মাসের প্রথম দিকে। তবে স্কুটারগুলি বা বাইকটির দাম এখনও পর্যন্ত সংস্থাটির তরফে জানানো হয়নি।

Keeway K-Light 250V ক্রুজ়ার বাইক

এটি একটি বাচ ডিজ়াইনের ক্রুজ়ার মোটরসাইকেল। গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে স্কাল্পটেড ট্যাঙ্ক যেখানে রয়েছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, একটি রাউন্ড হেডলাইট, ডুয়াল এক্সহস্ট পাইপ এবং একটি স্যুইংআর্ম মাউন্টেড মাড গার্ড এবং নম্বর প্লেট।

250cc-র ক্রুজ়ার সেগমেন্টে অত্যন্ত জনপ্রিয় হতে চলেছে এই Keeway K-Light 250V। কারণ, দেশে প্রথম কোনও মোটরসাইকেলে V-ট্যুইন ইঞ্জিন এবং বেল্ট ড্রাইভ সিস্টেম থাকছে। এই V-ট্যুইন ইঞ্জিনটি হল একটি 18.7hp, 19Nm, 249cc, এয়ার-কুলড 4-ভালভ ইউনিট, যা 5-স্পিড গিয়ারবক্সের মাধ্যমে পিছনের চাকায় বেল্ট ড্রাইভ সিস্টেম ব্যবহার করে পাওয়ার পাঠায়। সাসপেনশন ডিউটি হ্যান্ডেল করার জন্য বাইকটির সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে রয়েছে হাইড্রলিক শকস।

K-Light 250V ক্রুজ়ার বাইকে রয়েছে একটি 120/80 R16 ফ্রন্ট টায়ার এবং 140/70 R16 রিয়ার টায়ার ও তার সঙ্গে অ্যালয়, ফ্রন্ট ও ডিস্ক ব্রেক, যাতে ডুয়াল-চ্যানেল ABS, LED হেডলাইট এবং টেইল-লাইট এবং একটি 20 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। মোট তিনটি কালার মডেলে উপলব্ধ হতে চলেছে এই ক্রুজ়ার – ম্যাটে ব্ল্যাক, ম্যাটে ব্লু এবং ম্যাটে ডার্ক গ্রে।

Keeway Vieste 300 ম্যাক্সি স্কুটার

ভারতে পা রেখেই ম্যাক্সি স্কুটারও নিয়ে এল Keeway। Vieste 300 ম্যাক্সি স্কুটারটিতে রয়েছে একটি অ্যাঙ্গুলার ফ্রন্ট অ্যাপ্রন, যাতে হেডল্যাম্প ইউনিট এবং চারটি LED প্রজেক্টর দেওয়া হয়েছে। এছাড়াও থাকছে টিন্টেড উইন্ডস্ক্রিন, একটি স্প্লিট সিট সেট-আপ, একটি অ্যানালগ এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, LED টেইল লাইট এবং কিলেস অপারেশন। Keeway Vieste 300 স্কুটারটির মোট তিনটি কালার মডেল রয়েছে – ম্যাটে ব্ল্যাক, ম্যাটে ব্লু এবং ম্যাটে হোয়াইট।

পাওয়ারের জন্য স্কুটারটিতে 278.2cc সিঙ্গেল সিলিন্ডার, লিক্যুইড কুলড, 4-ভালভ ইঞ্জিন রয়েছে যা 18.7hp আউটপুট দিতে পারে 6500rpm-এ এবং 6000rpm-এ দিতে পারে 22Nm টর্ক। ব্রেকিং ডিউটিজ়ের জন্য স্কুটারটিতে একটি 240mm ডিস্ক আপ ফ্রন্ট এবং রিয়ার রয়েছে 22mm ডিস্ক ও তার সঙ্গে ডুয়াল চ্যানেল ABS। সাসপেনশনের দিক থেকে এই স্কুটারের সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে রয়েছে হাইড্রলিক শক। এই ম্যাক্সি স্কুটারে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, 13 ইঞ্চির অ্যালয় হুইল ও তার সঙ্গে 110/70 ফ্রন্ট টায়ার এবং 130/70 রিয়ার টায়ার দেওয়া হয়েছে।

Keeway Sixties 300i স্কুটার

1960 সালের রেট্রো ক্লাসিক স্কুটারগুলি দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই কিওয়ে সিক্সটিজ় মডেলটি। রেট্রো স্টাইলিং একাধিক কিউ রয়েছে স্কুটারটিতে। যেমন, প্রন্ট অ্যাপ্রনের উপরে গ্রিল, একটি হেক্সাগনাল হেডলাইট, স্প্লিট সিট এবং সামনে ‘সিক্সটিজ়’ ব্যাজিংও রয়েছে।

নাম শুনে বা ডিজ়াইন দেখে স্কুটারটিকে ‘ওল্ড স্কুল’ মনে হলেও এর পাওয়ারট্রেন কিন্তু ততটাই আধুনিক। Sixties 300i স্কুটারটিতে রয়েছে 278.2cc সিঙ্গেস সিলিন্ডার ইঞ্জিন, 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং ছোট 12 ইঞ্চির চাকা।

LED লাইটিং, ফ্রন্ট ও রিয়ারে ডিস্ক ব্রেক এবং তার সঙ্গে ডুয়াল-চ্যানেল ABS, একটি মাল্টি-ফাংশন ইগনিশন স্যুইচ ইত্যাদির যাবতীয় সব গুরুত্বপূর্ণ ফিচার্সই রয়েছে। মোট তিনটি রঙে এই স্কুটারটি পাওয়া যাবে – ম্যাটে লাইট ব্লু, ম্যাটো হোয়াইট এবং ম্যাটে গ্রে।

Next Article