Maruti Suzuki Fronx: এপ্রিলেই দেশের রাস্তা কাঁপাতে আসছে Maruti-র Fronx, সেরা লুক ও ফিচার মাত্র 6.75 লাখ টাকায়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 11, 2023 | 11:10 PM

Maruti Suzuki Fronx গাড়িটি ভারতে লঞ্চ করবে এপ্রিলের দ্বিতীয়ার্ধ্বে। মনে করা হচ্ছে, দেশের বাজারে এই গাড়ির দাম হবে 6.75 লাখ টাকা থেকে 11 লাখ টাকার মধ্যে। গাড়িটির ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।

Maruti Suzuki Fronx: এপ্রিলেই দেশের রাস্তা কাঁপাতে আসছে Maruti-র Fronx, সেরা লুক ও ফিচার মাত্র 6.75 লাখ টাকায়
যেমন তার লুক, তেমনই তার ফিচার্স!

Follow Us

Maruti Suzuki তার পরবর্তী বিগ লঞ্চ ইভেন্টের জন্য প্রস্তুত। আর হাতে গোনা কয়েক দিনের মধ্যেই দেশে হাজির হবে Maruti Fronx। কোম্পানির জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল। Fronx গাড়িটি দিয়েই FY24-এ দেশের SUV সেগমেন্টে নেতৃত্বস্থানীয় জায়গায় থাকতে চাইছে মারুতি সুজ়ুকি। হুন্ডাই ভেন্যু থেকে শুরু করে কিয়া সনেট এবং জনপ্রিয় টাটা নেক্সনের মতো সাব-4 মিটারের কম্প্যাক্ট SUV স্পেসে টক্কর দিতে চলেছে মারুতি সুজ়ুকি ফ্রঙ্কস। সংবাদমাধ্যমে ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, Maruti Suzuki Fronx গাড়িটি ভারতে লঞ্চ করবে এপ্রিলের দ্বিতীয়ার্ধ্বে। মনে করা হচ্ছে, দেশের বাজারে এই গাড়ির দাম হবে 6.75 লাখ টাকা থেকে 11 লাখ টাকার মধ্যে।

Maruti Fronx গাড়িটির দুটি ইঞ্জিন অপশন থাকছে। তার একটি 1.0 লিটারের বুস্টারজেট পেট্রল এবং অপরটি 1.2 লিটারের ডুয়াল জেট ডুয়াল VVT পেট্রল। এদের মধ্যে 1.0 লিটারের ইঞ্জিনটি পেয়ার করা থাকতে পারে 5-স্পিড MT বা একটি 6 স্পিডের AT-র সঙ্গে। অন্য দিকে 1.2 লিটারের ইঞ্জিনটি পেয়ার করা থাকছে 5 স্পিড MT এবং 5 স্পিড AMT অপশনের সঙ্গে।

অন্যান্য Maruti গাড়ির মতোই আপনি Fronx-এর মাইলেজ সম্পর্কে জেনেও মুগ্ধ হবেন। Fronx 1.0 MT মডেলের ক্ষেত্রে তা 21.5kmpl, Fronx 1.0 AT-র ক্ষেত্রে তা 20.01kmpl, Fronx 1.2 MT-র ক্ষেত্রে 21.79kmpl এবং Fronx 1.2 AMT-র জন্য তা 22.89kmpl। তবে মাইলেজই Maruti Fronx গাড়িটির একমাত্র অস্ত্র নয়। অনবদ্য কিছু ফিচার্সও রয়েছে এই গাড়িতে।

Maruti Suzuki Fronx গাড়িতে রয়েছে LED মাল্টি-রিফ্লেক্টর হেডল্যাম্প ও তার সঙ্গে LED DRL, অটোমেটিক হেডল্যাম্প, LED রিয়ার কম্বিনেশন ল্যাম্প, শার্ক ফিন অ্যান্টেনা, 9 ইঞ্চির HD স্মার্ট প্লে প্রো প্লাস ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি, Arkamys সারাউন্ড সাউন্ড সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, হেড-আপ ডিসপ্লে ও তার সঙ্গে টার্ন বাই টার্ন নেভিগেশন, 360 ডিগ্রি ভিউ ক্যামেরা, ওয়্যারলেস চার্জার, সুজ়ুকি কানেক্ট ও 40টিরও বেশি কানেক্টিভিটি ফিচার্স।

Fronx গাড়িটির সুরক্ষা ব্যবস্থাও ঢেলে সাজাচ্ছে Maruti। সুজ়ুকি-র হার্টেক্ট প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে Fronx গাড়িতে দেওয়া হয়েছে ছয়টি এয়ারব্যাগ, তিনটি পয়েন্ট ELR সিটবেল্ট, হিল-হোল্ড অ্যাসিস্ট সহযোগে ESP এবং রোলওভার মিটিগেশন, EBD-সহ ABS এবং ব্রেক অ্যাসিস্ট ও Isofix চাইল্ড সিট মাউন্টস।

Next Article