Okinawa Lite: সস্তার এই ইলেকট্রিক স্কুটারের তুঙ্গে জনপ্রিয়তা, স্পিড কম হলেও রেঞ্জ 60 Kms

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 26, 2023 | 3:16 PM

Okinawa Lite ই-স্কুটারের দাম যেমন কম, তেমনই আবার তার স্পিডও কম। লো-স্পিডের এই ইলেকট্রিক স্কুটার শহর বা গ্রামের মানুষজনের প্রাত্যহিক কাজকর্মের জন্য অত্যন্ত সহায়ক হিসেবে এর মধ্যেই প্রমাণিত হয়েছে। এই নতুন ইলেকট্রিক স্কুটারটির দাম মাত্র 74,999 টাকা। মাত্র 2,000 টাকা খরচ করে কাস্টমাররা স্কুটারটি বুক করতে পারবেন। তবে বুকিংয়ের পর ওকিনাওয়া লাইট স্কুটারটি হাতে পেতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

Okinawa Lite: সস্তার এই ইলেকট্রিক স্কুটারের তুঙ্গে জনপ্রিয়তা, স্পিড কম হলেও রেঞ্জ 60 Kms
কম দামের দুরন্ত ইলেকট্রিক স্কুটার।

Follow Us

আজ দেশে ইলেকট্রিক স্কুটারের রমরমা হলেও একটা সময় গুটিকয়েক কোম্পানি ছিল, যারা বিদ্যুচ্চালিত দ্বিচাকা যানের স্বপ্ন দেখিয়েছিল দেশকে। তেমনই একটি সংস্থা Okinawa। 2015 সালেই এই ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থার জন্ম হয়েছিল। একাধিক মডেল ব্র্যান্ডটির ঝুলিতে রয়েছে। কম দামি, বেশি দামি, হাই-স্পিড, হাই-রেঞ্জ, সবরকমেরই ইলেকট্রিক স্কুটার Okinawa-র কাছে রয়েছে। সংস্থার সেরকমই একটি মডেল হল Okinawa Lite। এই ই-স্কুটারের দাম যেমন কম, তেমনই আবার তার স্পিডও কম। লো-স্পিডের এই ইলেকট্রিক স্কুটার শহর বা গ্রামের মানুষজনের প্রাত্যহিক কাজকর্মের জন্য অত্যন্ত সহায়ক হিসেবে এর মধ্যেই প্রমাণিত হয়েছে। স্কুটারের লুক ও ডিজ়াইন থেকে শুরু করে দাম ও ফিচার্স সংক্রান্ত যাবতীয় তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

Okinawa Lite: লুক ও ডিজ়াইন

ফিউচারিস্টিক ডিজ়াইন রয়েছে এই স্কুটারের। লো-স্পিড এই ই-স্কুটারটি স্লিক এবং রাউন্ডেড এজের সঙ্গে মডার্ন লুক পেয়েছে। টপ-নচ টেকনোলজি দেওয়া হয়েছে স্কুটারটিতে। আকর্ষণীয় ফিচারগুলির মধ্যে রয়েছে DRL ফাংশন সহযোগে LED হেডল্যাম্প, একটি ডিটাচেবল ব্যাটারি, LED উইঙ্কার্স সমেত অনন্য ব্যাকলাইট ডিজ়াইন এবং স্টাইলিশ অ্যালুমিনিয়াম অ্যালয় হুইল। এছাড়া পুশ স্টার্ট অন ও অফ স্কুটারটির সামগ্রিক অ্যাপিল আরও বাড়িয়ে তুলেছে। সেই সঙ্গেই আবার Okinawa Lite স্টাইলিশ এবং টেকনোলজিক্যালি অ্যাডভান্সডও হয়েছে।

Okinawa Lite: সর্বাধিক স্পিড ও রেঞ্জ

ছোটখাটো দূরত্ব অতিক্রম করার জন্য এই স্কুটারের বিকল্প নেই। ওকিনাওয়া লাইট সর্বাধিক 25Km/h স্পিড দিতে পারে। পড়ুয়া থেকে শুরু করে ডেলিভারি বয় এমনকি বয়স্ক মানুষজনের জন্যও এই স্কুটারটি দুর্দান্ত। মোট পাঁচটি কালার অপশন রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের ব্লু, সিয়ান, রেড, হোয়াইট এবং ইয়েলো। স্কুটারটির রেঞ্জও দুর্দান্ত। একবার চার্জ দিলে 60 কিলোমিটার পর্যন্ত চলতে এই ওকিনাওয়া স্কুটার। রয়েছে একটি 1.25 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি, যা চার্জ হতে সময় নেয় 4 থেকে 5 ঘণ্টা।

Okinawa Lite: ফিচার্স

একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে ইলেকট্রিক স্কুটারটিতে। তার মধ্যে উল্লেখযোগ্য হল মোবাইল চার্জিংয়ের জন্য USB পোর্ট এবং মোবাইল অ্যাপ কানেক্টিভিটি। এছাড়া স্কুটারটি তার ব্যবহারকারীদের রোড সাইড অ্যাসিস্ট্যান্ট অফার করছে। স্কুটারের ব্রেক লিভারটি CNC মেশিনড্, যাতে লিভার অ্যাডজাস্টমেন্টের বন্দোবস্ত রয়েছে। রয়েছে জিপিএস সিস্টেম, যা আপনার রাইডিং অভিজ্ঞতা বাড়াতে পারে নেভিগেশনের মধ্য দিয়ে।

Okinawa Lite: দাম ও অন্যান্য তথ্য

Okinawa-র এই নতুন ইলেকট্রিক স্কুটারটির দাম মাত্র 74,999 টাকা। মাত্র 2,000 টাকা খরচ করে কাস্টমাররা স্কুটারটি বুক করতে পারবেন। তবে বুকিংয়ের পর ওকিনাওয়া লাইট স্কুটারটি হাতে পেতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

Next Article