Simple Energy ভারতে একটি সস্তার ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে, যার নাম Simple Dot One। বেশ কিছু দিন ধরেই এই বিদ্যুচ্চালিত স্কুটার নিয়ে জল্পনা চলছিল। এবার সেই ই-স্কুটারের দিনক্ষণও স্থির করে দিল স্টার্ট-আপটি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 15 ডিসেম্বর ভারতে লঞ্চ করে যাবে Simple Dot One ইলেকট্রিক স্কুটারটি। দাম থেকে শুরু করে ফিচার ও স্পেসিফিকেশন সবদিক থেকেই লেটেস্ট স্কুটারটি টক্কর দিতে চলেছে Ola S1 Air-এর সঙ্গে।
Simple Dot One ইলেকট্রিক স্কুটার যেমন সেরার সেরা কোয়ালিটির, তেমনই আবার তাতে দুর্দান্ত পারফরম্যান্সের কথা মাথায় রেখে আকর্ষণীয় কিছু ফিচার্সও দেওয়া হয়েছে। Simple One-এর সঙ্গেই তার প্ল্যাটফর্ম শেয়ার করবে নতুন স্কুটারটিও। জানা গিয়েছে, 1 লাখ টাকারও কম দামে এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হবে দেশের বাজারে। 3.7 kWh ফিক্সড ব্যাটারি দেওয়া হয়েছে এই স্কুটারে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, স্কুটারের সার্টিফায়েড রেঞ্জ 151 কিলোমিটার এবং আইডিসি রেঞ্জ 160 কিলোমিটার। সবথেকে বড় কথা হল, বাজেট স্কুটারটি অন-রোড রেঞ্জ অপটিমাইজ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ই-স্কুটারটিতে থাকছে 30 লিটারের আন্ডার-সিট স্টোরেজ, যেখানে চালকরা অনেক কিছুই স্টোর করে রাখতে পারবেন। প্র্যাক্টিক্যাল এই স্কুটার পারফরম্যান্সেও সেরা। থাকছে একটি টাচস্ক্রিন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যা অ্যাপ কানেক্টিভিটি থেকে শুরু করে আরও একাধিক ফাংশন অফার করছে। 15 ডিসেম্বর লঞ্চের পরের মুহূর্ত থেকেই Simple Dot One ইলেকট্রিক স্কুটাপেপ প্রি-বুকিং শুরু হয়ে যাবে।
Simple Energy-র প্রথম ইলেকট্রিক স্কুটার অর্থাৎ Simple One খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সংস্থার ইলেকট্রিক টু-হুইলার লাইনআপেই Simple One-এর সাব-ভ্যারিয়েন্টটিকে পজ়িশন করা হচ্ছে। স্কুটারের লঞ্চ ডেট সম্পর্কে ঘোষণা করতে গিয়ে Simple Energy-র প্রতিষ্ঠাতা ও সিইও মিস্টার সুহাস রাজকুমার বলছেন,”সিম্পল এনার্জির যাত্রায় আজ সত্যিই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ, আমরা গর্বিতভাবে সিম্পল ডট ওয়ানের আগমম সম্পর্কে ঘোষণা করতে পারছি, যা আমাদের গ্রোয়িং সিম্পল ওয়ান সিরিজের লেটেস্ট মডেল।”