Tata Nano Electric এখনও লঞ্চই হল না, এদিকে 4.77 লাখ টাকায় OLX-এ, এক চার্জে 165 Kms রেঞ্জ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 24, 2023 | 2:59 PM

Tata Nano EV OLX Sale: বহু দিন ধরে জল্পনা চলছিল, Tata Nano EV লঞ্চ করবে। সেই সস্তার ইলেকট্রিক ভেহিকল লঞ্চ তো করেনি। এদিকে কোয়েম্বাত্তুরের জায়েম অটোমোটিভ টাটা ন্যানোর আইসিই ভার্সনটিতে ইলেকট্রিকে রূপান্তরিত করেছে। এখন দেখা গেল, সেই গাড়িগুলিরই একটি OLX-এ বিক্রি করা হচ্ছে।

Tata Nano Electric এখনও লঞ্চই হল না, এদিকে 4.77 লাখ টাকায় OLX-এ, এক চার্জে 165 Kms রেঞ্জ
লঞ্চ হল না এদিকে OLX-এ বিক্রি।

Follow Us

Tata Nano EV: ভারতে গতিশীলতার ভবিষ্যত ইলেকট্রিক, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। দেশের বাজারে ইলেকট্রিক গাড়ি তৈরি করতে এগিয়ে এসেছে Tata, MG, Mahindra, Hyundai-এর মতো প্রথমসারির কারমেকাররা। তবে দেশে ইলেকট্রিক ভেহিকলে নেতৃত্বস্থানীয় অবস্থানে রয়েছে Tata Motors। বহু দিন ধরে জল্পনা চলছিল, Tata Nano EV লঞ্চ করবে। সেই সস্তার ইলেকট্রিক ভেহিকল লঞ্চ তো করেনি। এদিকে কোয়েম্বাত্তুরের জায়েম অটোমোটিভ টাটা ন্যানোর আইসিই ভার্সনটিতে ইলেকট্রিকে রূপান্তরিত করেছে। এখন দেখা গেল, সেই গাড়িগুলিরই একটি OLX-এ বিক্রি করা হচ্ছে।

বেঙ্গালুরুর বিজয়নগরের এক বিক্রেতা Tata Nano EV বিক্রি করবেন বলে OLX-এ বিজ্ঞাপন দিয়েছেন। মনে রাখতে হবে, এই গাড়িটি আদ্যোপান্ত টাটা ন্যানোর মতো দেখতে হলেও এটি কিন্তু ন্যানো নয়, এর নাম Jayem Neo। সংস্থাটি সেই সময় এই গাড়িটি তৈরি করে, যখন ইলেকট্রিক ভেহিকল ভারতে ততটাও জনপ্রিয় হয়নি। আর তখন মানুষ মোটা টাকা খরচ করে ইলেকট্রিক ভেহিকল ক্রয় করার যথার্থতাও খুঁজে পেতেন না। সেই কারণেই Jayem EV এই ইলেকট্রিক গাড়িটিকে ফ্লিট বায়ারদের কাছে বিক্রি করে, যাতে তারা এটিকে ট্যাক্সি ভেহিকল হিসেবে ব্যবহার করতে পারেন।

কোভিড যে সময় দেশে ব্যাপক হারে সংক্রামিত হয়েছে, সেই সময় Jayem EV তাদের এই ইলেকট্রিক গাড়িটির ডেলিভারি শুরু করে। Jayem Neo বা Tata Nano Electric হল কম পাওয়ারের ইভি, যাতে একটি 17.7 kWh ব্যাটারি রয়েছে। গাড়িটির ব্যাটারি অত্যন্ত নিরাপদ ভাবে একটি মেটাল কেসে দেওয়া হয়েছে কোনও দুর্ঘটনা এড়াতে। ফাস্ট চার্জিং সাপোর্ট করে গাড়িটি। GBT পোর্ট রয়েছে গাড়িটিতে এবং রেগুলার পোর্টে 15 AMP চার্জারের সাহায্যে চার্জ দেওয়া যাবে। এই দুটি পোর্টই দেওয়া হয়েছে বনেটের নিচে।

Tata এবং Nano গাড়িটির বডি প্যানেল থেকে দুটি ব্যাজই সরানো হয়েছে। Nano XM ভ্যারিয়েন্টের উপরে ভিত্তি করে নির্মিত হয়েছে এই ইভি। তবে গাড়িটি দেখতে এক্কেবারে Tata Nano-র মতোই। এমনকি, তার ডাইমেনশন থেকে শুরু করে ডিজ়াইন, ইন্টিরিয়ারও টাটা ন্যানোর মতো একই রাখা হয়েছে। গাড়িটির অন্দরে কেবিনে যে একমাত্র পরিবর্তনটি করা হয়েছে, তা হল এতে এখন নতুন ডিজিটাল ক্লাস্টার দেওয়া হয়েছে। Jayem EV-র কাছে এই গাড়িটির বেসিক সেল, মেকানিক্যাল জিনিসপত্র এবং ইলেকটিক্যাল যন্ত্রাংশ সরবরাহ করেছে Tata Motors-ই।

Tata Nano যে সময় লঞ্চ করা হয়েছিল, সে সময় এটি বেশ সাড়া ফেলেছিল। কিন্তু বেশি দিন গাড়িটির জনপ্রিয়তা স্থায়ী হয়নি। তুলে নেওয়া হয় একটা সময় পরে। এদিকে Jayem Neo বা Nano ইলেকট্রিক গাড়িটি 2020 সালে ইলেকট্রিক ভেহিকল হিসেবে বাজারে আসে। গাড়িটির ব্যাটারি সম্পূর্ণ ভাবে চার্জ করা থাকলে তা এক চার্জে তা 165 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। গাড়িটির রেজিস্ট্রেশন কর্নাটকের এবং তিনিই গাড়িটির প্রথম ক্রেতা। পাওয়ার স্টিয়ারিং, এসি এবং ইনসুওরেন্সও করা রয়েছে গাড়িটির। বিক্রেতা জানিয়েছেন, এই গাড়িটি এর মধ্যেই 700 কিলোমিটার চলেছে এবং মাত্র 4.77 লাখ টাকাতেই তিনি এই Tata Nano EV বিক্রি করতে চলেছেন।

Next Article