AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Airtel 5G Plus: শিলিগুড়ি সহ ভারতের সর্বত্র 4G খরচেই Airtel 5G, কোন কোন ফোনে নেটওয়ার্ক সাপোর্ট করবে, জেনে নিন

Airtel 5G Latest News: দেশে চালু হয়েছে এয়ারটেলের 5G পরিষেবা। বাংলায় আপাতত শিলিগুড়িতেই এয়ারটেল গ্রাহকরা তার 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন। কিন্তু কোন কোন ফোনে তা সাপোর্ট করবে, জেনে রাখাটা জরুরি।

Airtel 5G Plus: শিলিগুড়ি সহ ভারতের সর্বত্র 4G খরচেই Airtel 5G, কোন কোন ফোনে নেটওয়ার্ক সাপোর্ট করবে, জেনে নিন
কোন কোন ফোনে এখন Airtel 5G পাবেন, জেনে নিন।
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 11:58 PM
Share

Airtel 5G Compatible Devices: বৃহস্পতিবার ভারতী এয়ারটেল ঘোষণা করেছে, দেশের আট শহরে তাদের 5G পরিষেবা লাইভ হয়ে গিয়েছে। দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীর মানুষজন এখনই Airtel 5G ব্যবহার করতে পারবেন। তবে সবথেকে বড় স্বস্তির খবরটি হল Airtel গ্রাহকরা 4G-র খরচেই 5G ব্যবহার করতে পারবেন। কোম্পানির তরফে আলাদা করে এখনও পর্যন্ত 5G প্ল্যান নিয়ে আসা হয়নি। তাই আপাতত 4G প্ল্যান রিচার্জ করলেই 5G-র সুবিধা উপভোগ করতে পারবেন সংশ্লিষ্ট জায়গাগুলির এয়ারটেল ব্যবহারকারীরা। Airtel CEO এই বিষয়ে বলছেন, “গত 27 বছর ধরে ভারতের টেলিকম বিপ্লবে প্রথম সারিতেই রয়েছে এয়ারটেল। আমাদের গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদানের জন্য সর্বোত্তম নেটওয়ার্ক তৈরি করার সময় আমাদের যাত্রার আরও একটি ধাপ চিহ্নিত করে এই পদক্ষেপ।”

ভারতী এয়ারটেল ম্যানেজিং ডিরেক্টর এবং CEO গোপাল ভিত্তল আরও বলছেন, “আমরা যা কিছু করি তার মূলে থাকেন আমাদের গ্রাহকরা। তাই আমাদের সমাধান যে কোনও 5G হ্যান্ডসেট এবং গ্রাহকদের বিদ্যমান সিমে কাজ করবে।” অর্থাৎ Airtel 5G ব্যবহার করতে গ্রাহকদের কোনও অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। গত 1 অক্টোবর ভারতী এন্টারপ্রাইজ় প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সুনীল মিত্তল ঘোষণা করেছিলেন যে, দেশের আট শহরে এয়ারটেল 5G পরিষেবা চালু করা হচ্ছে।

এখন যে সব এয়ারটেল ব্যবহারকারীরা নিজেদের এলাকায় 5G সিগন্যাল পাবেন, তাঁরাই নিজেদের 5G নেটওয়ার্কে সুইচ করে নিতে পারবেন। সুইচ করার পর যদি তাঁরা মনে করেন 5G অতিরিক্ত ডেটা কনজ়িউম করছে, তাহলে তারা আবার 4G নেটওয়ার্কে ফিরে আসতে পারবেন। এই মুহূর্তে অ্যাপল, স্যামসাং, ভিভো, ওপ্পো, রিয়েলমি এবং ওয়ানপ্লাসের একাধিক ফোন Airtel 5G Plus সার্ভিসের জন্য কম্প্যাটিবল।

Airtel 5G সাপোর্ট করবে যে সব ফোনে

তালিকায় একাধিক ফোন রয়েছে। Samsung-এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি, যার মধ্যে রয়েছে ফোল্ড সিরিজ়, Galaxy S 22 series, Samsung M32। তার ঠিক পরেই রয়েছে iPhone 12 সিরজ় ও তার পরবর্তী মডেলগুলি। Realme 8s 5G, Realme X7 সিরিজ়, Realme Narzo সিরিজ়, Vivo X50 ও তার পরবর্তী মডেলগুলি, Vivo IQOO সিরিজ় এবং Oppo Reno5G Pro। এছাড়াও OnePlus 8 ও তার পরবর্তী মডেলগুলিও Airtel 5G সাপোর্ট করবে।

Airtel 5G গ্রাহকরা কত স্পিড পাবেন

Airtel 5G মোবাইল সাবস্ক্রাইবাররা প্রতি সেকেন্ডে 600 মেগাবাইট স্পিড পাবেন। লঞ্চ ফেজ়েই এই স্পিড পাওয়া যাবে। হ্যান্ডসেটগুলি অ্যাপ অ্যাক্সেস এবং ডেটা প্রসেসিংয়ের জন্য পেশাদার কম্পিউটারের সঙ্গে সমানভাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।