Netflix-এর পথে Hotstar! 1 নভেম্বর থেকে পাসওয়ার্ড শেয়ার চিরতরে বন্ধ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 29, 2023 | 12:25 PM

Disney+ Hotstar সম্প্রতি তার সাবস্ক্রাইবার এগরিমেন্ট আপগ্রেড করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, "আপনার বাড়িতে প্রাথমিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত ডিভাইস" ছাড়া অন্য কারও, অন্যত্র কোথাও পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে, Disney+ তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফি অপশন নিয়ে আসবে।

Netflix-এর পথে Hotstar! 1 নভেম্বর থেকে পাসওয়ার্ড শেয়ার চিরতরে বন্ধ
হটস্টারে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ হওয়ার পথে!

Follow Us

Netflix-এর পদাঙ্ক অনুসরণ করছে Disney+ Hotstar। পাসওয়ার্ড শেয়ার করার রাস্তা চিরতরে বন্ধ করতে চাইছে অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি। কানাডা থেকেই এই কাজটি শুরু করছে ডিজ়নি প্লাস হটস্টার। আগামী 1 নভেম্বর থেকে সে দেশের মানুষজন প্রিয়জনের সঙ্গে ডিজ়নি প্লাস হটস্টারের পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন না। এ বিষয়ে কোম্পানি ইতিমধ্যেই তার ব্যবহারকারীদের ইমেল পাঠিয়ে সজাগ করেছে। এনগ্যাজেটের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের অগস্ট মাসেই Disney সিইও বব ইগার কোম্পানির আর্নিংস কলে ব্যবহারকারীদের মধ্যে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করার ইঙ্গিত দিয়েছেন।

সুতরাং, শুরুটা কানাডা থেকেই হল। খুব স্বাভাবিক ভাবেই ডিজ়নি প্লাস হটস্টারের এই পরিকল্পনা বিশ্বের অন্যান্য দেশেও লাগু হবে। কোন দেশে কখন এই পরিকল্পনার বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট ইঙ্গিত না মিললেও এক সময় যে হবে, সে বিষয়টা স্পষ্ট। কানাডায় ডিজ়নি সম্প্রতি তার সাবস্ক্রাইবার এগরিমেন্ট আপগ্রেড করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, “আপনার বাড়িতে প্রাথমিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত ডিভাইস” ছাড়া অন্য কারও, অন্যত্র কোথাও পাসওয়ার্ড শেয়ার করা যাবে না।

সেই চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে, Disney+ তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফি অপশন নিয়ে আসবে। সেটি তাঁদের জন্যই লাগু হবে, যাঁরা নিজেদের অ্যাকাউন্টের বাইরের অন্যান্য মানুষ তথা অন্যান্য ডিভাইসকে কানেক্ট করার অনুমতি দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি আপনার ডিজ়নি প্লাস হটস্টার আপনার বাড়ির ডিভাইসের বাইরে অন্যত্র, অন্য কোনও অ্যাকাউন্টে ব্যবহারের অনুমতি দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে আলাদা করে টাকা দিতে হবে।

পাসওয়ার্ড শেয়ারিংয়ের ক্ষেত্রে Netflixও কিছুটা এইরকম পরিকল্পনাই করেছে। এই ওটিটি প্ল্যাটফর্মটি আবার প্রতি মাসে অতিরিক্ত ইউজ়ার বা ডিভাইস প্রতি 8 মার্কিন ডলার অতিরিক্ত চার্জিংয়ের পরিকল্পনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই এই প্ল্যান কার্যকর করেছে নেটফ্লিক্স।

এদিকে গত বছরের ফুটবল বিশ্বকাপ থেকে চলতি বছরে IPL ইস্তক JioCinema ফ্রি-তে তার দর্শকদের প্রত্যেকটি ম্যাচ দেখিয়েছে। তাতে ডিজ়নি প্লাস হটস্টারের একটা বড় সংখ্যক দর্শক JioCinema-মুখী হয়েছে। সেই দর্শকদেরই ফেরাতে মোক্ষম চাল চেলেছে Disney+ Hotstar। এশিয়া কাপ এবং ক্রিকেট বিশ্বকাপের মতো দুটি বিগ টিকিট ইভেন্ট লাইভ স্ট্রিমিং করার স্বত্ব পেয়ে গিয়েছে তারা।

Asia Cup 2023-এর সময় ভারতীয়রা সম্পূর্ণ বিনামূল্যে Disney+ Hotstar-এ লগইন করে প্রতিটা ম্যাচ চাক্ষুষ করেছেন। সেই একই কাণ্ড আবার ICC Men’s Cricket World Cup 2023-এর ক্ষেত্রেও হতে চলেছে। অর্থাৎ এশিয়া কাপের মতোই ক্রিকেট বিশ্বকাপেরও প্রতিটা ম্যাচ বিনামূল্যেই ডিজ়নি প্লাস হটস্টার থেকে দেখতে পাবেন দর্শকরা। তাই, ভারতে আপাতত এই ওটিটি প্ল্যাটফর্মের পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ হওয়ার সম্ভাবনা বড়ই ক্ষীণ।

Next Article