Disney+ Hotstar-এ বিনামূল্যে এশিয়া কাপ, ক্রিকেট বিশ্বকাপ, JioCinema-র সঙ্গে জোর লড়াই
30 অগস্ট থেকে এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়, যা শেষ হবে 17 সেপ্টেম্বর। আবার, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 5 অক্টোবর থেকে 15 নভেম্বর ভারতে অনুষ্ঠিত হবে। এখন এই দুটি বড় ক্রিকেট ইভেন্টের লাইভ স্ট্রিমিং করতে চলেছে Disney+ Hotstar।
গ্রাহকদের পুনরুদ্ধারে অত্যন্ত সাহসী একটি পদক্ষেপ নিল Disney+ Hotstar। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি সম্প্রতি ঘোষণা করেছে, এশিয়া কাপ 2023 এবং ICC ক্রিকেট বিশ্বকাপ সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল অ্যাপ থেকে দেখানো হবে। গত বছরের শেষ দিকে ফুটবল বিশ্বকাপ এবং চলতি বছরে IPL স্ট্রিম করে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিল JioCinema। সম্পূর্ণ বিনামূল্যেই গ্রাহকদের কাছে এই দুই বিগ-ইভেন্টের লাইভ সম্প্রচার দেখিয়েছিল Jio স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। 30 অগস্ট থেকে এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়, যা শেষ হবে 17 সেপ্টেম্বর। আবার, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 5 অক্টোবর থেকে 15 নভেম্বর ভারতে অনুষ্ঠিত হবে। এখন এই দুটি বড় ক্রিকেট ইভেন্টের লাইভ স্ট্রিমিং করতে চলেছে Disney+ Hotstar।
সম্প্রতি Disney+ Hotstar এর ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। রয়টার্সের একটি রিপোর্ট অনুযায়ী, গত বছরেও ডিজ়নি প্লাস হটস্টারের ব্যবহারকারীর সংখ্যা সবথেকে বেশি ছিল। কিন্তু, 2022 সালের মার্চ মাস থেকেই সেই সংখ্যাটা হ্রাস পেতে থাকে। তার ফলে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি প্রায় 41.5 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়। তারপর অক্টোবর থেকে জুলাইয়ের মধ্যে Disney+ Hotstar এর গ্রাহক সংখ্যা প্রায় 25% কমে যায়। গ্রাহক সংখ্যার পতনের পিছনে মূল যে দুটি কারণ ছিল, JioCinema ফুটবল বিশ্বকাপ এবং আইপিএল এই দুই ইভেন্টেরই লাইভ স্ট্রিমিং করে।
প্রাথমিকভাবে, Disney+ Hotstar অনুমান করেছিল যে ভারতীয়রা তাঁদের প্রিমিয়াম কন্টেন্টের জন্য সাবস্ক্রিপশন করে যাবে। কিন্তু আদতে তা হয়নি। বরং, ক্রিকেট ম্যাচ দেখতে না পেয়ে অধিকাংশই সাবস্ক্রিপশন বাতিল করেন। ঠিক এরকমই একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে Disney+ Hotstar বিনামূল্যে লাইভ ক্রিকেট ম্যাচ স্ট্রিম করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিজ়নি প্লাস হটস্টারের পতনের এহেন পতনের পিছনে আর একটি কারণ হল HBO শোগুলি ছেড়ে দেওয়া। গেম অফ থ্রোনস, সাকসেশন এবং হ্যারি পটার সিরিজের মতো জনপ্রিয় শোগুলি আগে ডিজ়নির OTT প্ল্যাটফর্মে স্ট্রিম করা হত। সেগুলিই পরবর্তীতে JioCinema-তে চলে যায়। Reliance Jio তার স্ট্রিমিং প্ল্যাটফর্ম, JioCinemaয় জনপ্রিয় হলিউড কনটেন্ট আনতে Warner Bros Discovery-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। Reliance-এর Viacom18 এবং Warner Bros-এর মধ্যে এই অংশীদারিত্ব HBO কনটেন্টের পাশাপাশি Warner Bros শোগুলিকে JioCinemaয় দেখানোর অনুমতি দিয়েছে। ফলে, গেম অফ থ্রোনস, সাকসেশন এবং দ্য লাস্ট অফ আস দেখার কারণে যে সব গ্রাহকরা Disney+ Hotstar সাবস্ক্রাইব করেছিলেন, তাঁরাই পরবর্তীতে মনপসন্দ কনটেন্ট না পেয়ে সাবস্ক্রিপশন বাতিল করেন।
তারপরে IPLতো আছেই। ফ্রি-তে এই ক্রিকেট ইভেন্ট দেখানোর ফলে একটা বড় অংশের গ্রাহক JioCinema সাবস্ক্রাইব করেন। একটা সময় বড় অংশের গ্রাহকদের Disney+ Hotstar সাবস্ক্রাইব করার মূল কারণটাই ছিল IPL এর ফ্রি স্ট্রিমিং। তবে এখন যখন আবার এশিয়া কাপ এবং ক্রিকেট বিশ্বকাপের মতো ইভেন্ট বিনামূল্যে দেখাতে চলেছে Disney+ Hotstar, হৃত গ্রাহকসংখ্যার একটা বড় অংশই পুনরুদ্ধার করা যাবে বলে মনে করছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
ডিজ়নি প্লাস হটস্টার মনে করছে, ক্রিকেটের লাইভ ম্যাচ দেখতে পারেন এমন দর্শকের সংখ্যাটা 50 মিলিয়নে পৌঁছে যেতে পারে। এখন সত্যিই যদি তাই হয়, তাহলে মুকেশ আম্বানির জিওসিনেমা প্ল্যাটফর্মে আইপিএল দর্শক-সংখ্যা থেকে হটস্টারের দর্শক 56 শতাংশ বেশি হবে বলেই মনে করছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।