ফেসবুক পাসওয়ার্ড মনে করতে নাজেহাল? রিসেট করার উপায় দেখুন

Reset Facebook Password: হটাৎই যদি আপনার ফেসবুক হ্য়াক হয়, বা কেউ পাসওয়ার্ড জেনে ফেলে, তাহলে তার থেকে বাঁচাতেও আপনি পাসওয়ার্ড পাল্টাতে পারেন। কিন্তু যখনই আপনি পাসওয়ার্ড পাল্টাতে যাবেন, আপনার কাছে পুরনো পাসওয়ার্ড জানতে চাইবে। এই সমস্যারও সমাধান আছে। আপনি সহজেই আপনার ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এর জন্য আপনাকে শুধু আপনার ইমেইল আইডি বা ফোন নম্বর মনে রাখতে হবে।

ফেসবুক পাসওয়ার্ড মনে করতে নাজেহাল? রিসেট করার উপায় দেখুন
Follow Us:
| Updated on: Jan 11, 2024 | 3:43 PM

নতুন ফোন কেনার পরে সেই যে একবার ফেসবুকটা লগ ইন করে নিয়েছিলেন, তারপর থেকে আর লগ আউট করেননি। ফলে পাসওয়ার্ড কী দিয়েছিলেন, তা মনে নেই। এমনটা অনেকের সঙ্গেই হয়। আজকাল সোশ্যাল মিডিয়া অ্যাপের প্রবণতা যে হারে বেড়েছে, তাতে কখন কোন অ্যাপে কী পাসওয়ার্ড দিয়েছেন, তা মনে রাখাই যেন কঠিন কাজ হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ করে অন্য ফোনে বা ল্যাপটপে ফেসবুক লগ-ইন করতে গিয়ে দেখলেন কিছুতেই পাসওয়ার্ড মনে করতে পারছেন না।

শুধু তাই নয়, হটাৎই যদি আপনার ফেসবুক হ্য়াক হয়, বা কেউ পাসওয়ার্ড জেনে ফেলে, তাহলে তার থেকে বাঁচাতেও আপনি পাসওয়ার্ড পাল্টাতে পারেন। কিন্তু যখনই আপনি পাসওয়ার্ড পাল্টাতে যাবেন, আপনার কাছে পুরনো পাসওয়ার্ড জানতে চাইবে। এই সমস্যারও সমাধান আছে। আপনি সহজেই আপনার ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এর জন্য আপনাকে শুধু আপনার ইমেইল আইডি বা ফোন নম্বর মনে রাখতে হবে।

কীভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করবেন?

  • প্রথমে আপনাকে www.facebook.com এ যেতে হবে। এর পর ফেসবুক লগইন পেজ খুলতে হবে।
  • তারপর আপনার ইমেইল আইডি দিতে হবে। মনে রাখবেন, সেই ইমেলই দেবেন, যার পাসওয়ার্ড আপনার মনে আছে। তারপর Forget Password এ ক্লিক করুন।
  • এখন একটি নতুন স্ক্রিন খুলবে, যেখানে আপনাকে আপনার মেইল ​​আইডি বা আপনার ফোন নম্বর লিখে ফেলতে হবে।
  • এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে, যাতে আপনি তিনটি অপশন দেখতে পাবেন। এর মধ্যে প্রথমটি থাকবে Use Google Account, দ্বিতীয়টি Send Code via Email আর তিন নম্বরে থাকবে Send Code via Message। এর মধ্যে থেকেই আপনাকে একটি অপশন বেছে নিতে হবে।
  • আপনি যে অপশনটি বেছে নেবেন, আপনাকে সেখানেই একটি কোড দেওয়া হবে।
  • তারপরে সেই কোডটি স্ক্রিনে লিখতে হবে।
  • একটি নতুন পেজ খুলবে, যার মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
  • এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করা হবে, যার মাধ্যমে আপনি সহজেই আপনার ফেসবুকে লগইন করতে পারবেন।