AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টেলিগ্রামে কীভাবে করবেন ভয়েস এবং ভিডিয়ো কল? কীভাবেই বা পাবেন ভয়েস চ্যাটের পরিষেবা

ব্যক্তিগত ভাবে ভয়েস এবং ভিডিয়ো কল করার পাশাপাশি গ্রুপ ভয়েস চ্যাট করারও অপশন রয়েছে টেলিগ্রামে।

টেলিগ্রামে কীভাবে করবেন ভয়েস এবং ভিডিয়ো কল? কীভাবেই বা পাবেন ভয়েস চ্যাটের পরিষেবা
যদি আপনি এমন কোনও জায়গায় থাকেন, যেখানে নেটওয়ার্কের সমস্যা রয়েছে, কিন্তু সঠিক ওয়াই-ফাই কানেকশন থাকলে আপনি টেলিগ্রামের মাধ্যমে কল করতে পারবেন।
| Updated on: Mar 08, 2021 | 10:54 AM
Share

গত কয়েকমাসে জনপ্রিয়তা বেড়েছে টেলিগ্রাম মেসেজিং অ্যাপের। মূলত, হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আসছে, এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ইউজাররা টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলেছেন। হোয়াটসঅ্যাপের মতোই টেলিগ্রামেও ভয়েস এবং ভিডিয়ো কল করা যাবে। তবে তার জন্য প্রয়োজন হাই স্পিড ইন্টারনেট। এমনকি যদি আপনি এমন কোনও জায়গায় থাকেন, যেখানে নেটওয়ার্কের সমস্যা রয়েছে, কিন্তু সঠিক ওয়াই-ফাই কানেকশন থাকলে আপনি টেলিগ্রামের মাধ্যমে কল করতে পারবেন।

আরও পড়ুন- ১৫ মে-র মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে ‘আপডেটেড পলিসি’, ইউজারদের নতুন নোটিফিকেশন পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপ

কীভাবে টেলিগ্রামের সাহায্যে ভয়েস এবং ভিডিয়ো কল করবেন?

প্রথমে নিজের স্মার্টফোনে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করুন। তারপর নিজের নামে অ্যাকাউন্ট খুলুন। এরপর চ্যাট উইন্ডো খুলে কন্টাক্ট লিস্টে থাকা নির্দিষ্ট যে ব্যক্তিকে আপনি কল করতে চান, তাঁকে বেছে নিন। এবার ওই নির্দিষ্ট ব্যক্তির চ্যাটবক্স খুলুন। উপরে ডানদিকের কোণে থাকা তিনটি ডটে ক্লিক করুন। এখানে ক্লিক করলেই আপনি ভয়েস বা ভিডিয়ো কল করার অপশন পাবেন। পছন্দের মাধ্যম বেছে নিয়ে পছন্দের লোকের সঙ্গে কথা বলুন।

গ্রুপ ভয়েস চ্যাট করার পরিষেবাও রয়েছে টেলিগ্রামে-

ব্যক্তিগত ভাবে ভয়েস এবং ভিডিয়ো কল করার পাশাপাশি গ্রুপ ভয়েস চ্যাট করারও অপশন রয়েছে টেলিগ্রামে। এক্ষেত্রে গ্রুপ মেম্বাররা নিজেদের ইচ্ছেমতো চ্যাট লিভ করতে পারেন। ফের যোগ দিতে পারেন। এই লাইভ ভয়েস চ্যাট অনেকটা ভয়েস কলের মতোই সুযোগ-সুবিধা দেয়।

কীভাবে করবেন এই ভয়েস চ্যাট?

স্টেপ ১- প্রথমে যে গ্রুপে ভয়েস চ্যাট করতে চান, সেই গ্রুপ নির্দিষ্ট করুন।

স্টেপ ২- গ্রুপের নামের উপর ক্লিক করে গ্রুপের বিস্তারিত বিবরণ খুলে দেখে নিন, কে কে আছেন এই গ্রুপে।

স্টেপ ৩- উপরে ডানদিকের কোণে থাকা তিনটি ডটে ক্লিক করলে আপনি ভয়েস চ্যাট করার অপশন পাবেন।