Whatsapp অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করবেন কীভাবে? ক্লিয়ার করা যায় ব্যাকআপ মেসেজও..

Delete Whatsapp Account: আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন এবং অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাকাউন্ট বানাতে পারবেন। তাহলে আপনার আগের নম্বরে আপনাকে আর কেউ হোয়াটসঅ্যাপে খুঁজে পাবে না। তবে পুরোপুরি ডিলিট করার আগে অবশ্যই আপনার ফোন থেকে চ্যাট ব্যাকআপ ডেটা মুছে ফেলুন।

Whatsapp অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করবেন কীভাবে? ক্লিয়ার করা যায় ব্যাকআপ মেসেজও..
Follow Us:
| Updated on: Feb 24, 2024 | 9:30 AM

নতুন ফোন নম্বর নিয়েছেন? আর তাতেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চাইছেন। কিন্তু আগের অ্যাকাউন্টটিকে রাখতে চাইছেন না। তাহলে উপায় কী? আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন এবং অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাকাউন্ট বানাতে পারবেন। তাহলে আপনার আগের নম্বরে আপনাকে আর কেউ হোয়াটসঅ্যাপে খুঁজে পাবে না। তবে পুরোপুরি ডিলিট করার আগে অবশ্যই আপনার ফোন থেকে চ্যাট ব্যাকআপ ডেটা মুছে ফেলুন।

কীভাবে ডিলিট করবেন?

  1. প্রথমে আপনার ফোনে ফাইল ম্যানেজার খুলুন।
  2. তারপর সেখানে হোয়াটসঅ্যাপ ফোল্ডার খুঁজে তার উপর ট্যাপ করুন।
  3. হোয়াটসঅ্যাপের সাব-ফোল্ডারের একটা লম্বা তালিকা দেখতে পাবেন।
  4. এরপর ডেটাবেস ফাইল ট্যাপ করে অল্প সময় হোল্ড করুন। তাহলেই ডিলিট অপশন আসবে।
  5. এবার ডিলিট করে দিন সমস্ত ব্যাকআপ।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন?

হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপ ডিলিট করার পর আপনাকে করতে হবে আসল কাজ। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এরপর Tap More options-এ ক্লিক করতে হবে। সেখানে আপনি Settings অপশনটি দেখতে পাবেন। এবার সেখান থেকে Account অপশনে ক্লিক করুন। তারপরে Delete my account-এ ক্লিক করলেই আপনার কাজ শেষ। এই পদ্ধতিতে অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন।

এত গেল Android ফোনের কথা। এবার আসা যাক iOS-এ। কীভাবে iOS থেকে আপনার WhatsApp অ্যাকাউন্ট ডিলিট করবেন, তা দেখে নিন।

প্রথমে আপনার iOS ডিভাইস থেকে WhatsApp খুলুন। তারপরে Settings অপশনে ক্লিক করুন। এবার Account অপশনটি দেখতে পাবেন। সেটিতে ক্লিক করলেই দেখতে পাবেন Delete My Account। তাতে ক্লিক করলেই আপনার কাজ হয়ে যাবে।