AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্মার্টফোনে ঘাপটি মেরে লুকিয়ে অসংখ্য জীবাণু, পরিষ্কারের সময় এই গলদ ভুলেও নয়!

Smartphone Cleaning: অনেকেই জানেন না কীভাবে তা সঠিকভাবে যত্ন নিতে হয়। ফলে খুব সহজেই স্মার্টফোনটি খারাপ হতে শুরু করে। তাই মাঝে মাঝে তা পরিষ্কার করাও প্রয়োজন। বিশেষ করে স্মার্টফোনের স্ক্রিনটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর তা করার সময় বিশেষ কিছু দিকে নজর রাখা খুব প্রয়োজন।

স্মার্টফোনে ঘাপটি মেরে লুকিয়ে অসংখ্য জীবাণু, পরিষ্কারের সময় এই গলদ ভুলেও নয়!
| Updated on: Dec 25, 2023 | 10:28 AM
Share

সারাদিন ব্যবহারের পরে স্মার্টফোনের স্ক্রিনে আঙুলের ছাপ পড়ে যায়। সেই সঙ্গে অনেক জীবাণুও তাতে থেকে যায় দিনের পর দিন। আজকাল সবাই স্মার্টফোন ব্যবহার করছে, তা শিশু, প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধই হোক। কিন্তু অনেকেই জানেন না কীভাবে তা সঠিকভাবে যত্ন নিতে হয়। ফলে খুব সহজেই স্মার্টফোনটি খারাপ হতে শুরু করে। তাই মাঝে মাঝে তা পরিষ্কার করাও প্রয়োজন। বিশেষ করে স্মার্টফোনের স্ক্রিনটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর তা করার সময় বিশেষ কিছু দিকে নজর রাখা খুব প্রয়োজন। দেখে নিন কী কী বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।

স্মার্টফোন পরিষ্কার করতে কী করবেন?

স্মার্টফোন পরিষ্কার করার জন্য সবসময় মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা উচিত। এই কাপড় ব্যবহার করলে আপনার ফোনে কোনও দাগ পড়বে না। এছাড়াও, ফোনে কোনও আঙুলের ছাপ থাকবে না। আর আপনি স্মার্টফোন পরিষ্কার করতে 70 অ্যালকোহলযুক্ত ক্লিনার ব্যবহার করতে পারেন।

আপনার স্মার্টফোন পরিষ্কার করার সময় ভুলেও এটি করবেন না-

  1. আপনার স্মার্টফোন পরিষ্কার করতে আপনার কখনই উচ্চ কনট্রাস্ট ক্লিনার ব্যবহার করা উচিত নয়। এতে আপনার ফোনের বডি নষ্ট হয়ে যেতে পারে। এমনকি তাতে স্মার্টফোনের ভিতরের বিভিন্ন পার্টসও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
  2. আপনি যখনই আপনার সাধের ফোনটি পরিষ্কার করবেন তখন খেয়াল করবেন, যাতে তা গরম অবস্থায় না থাকে। আর চার্জ করার সময় এটি পরিষ্কার করবেন না। এছাড়াও আপনার ফোন বন্ধ করার চেষ্টা করুন।
  3. এর পাশাপাশি ফোন পরিষ্কার করতে মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে হবে। আপনার যদি মাইক্রোফাইবার কাপড় না থাকে, তাহলে কাগজের টিস্যু দিয়ে ফোন পরিষ্কার করুন।
  4. এ ছাড়া ফোন পরিষ্কার করার জন্য কখনওই স্ক্রিনে সরাসরি তরল ব্যবহার করবেন না। আপনি যদি কোনও তরল ব্যবহার করেন, তবে এটি কাগজ বা মাইক্রোফাইবার কাপড়ে প্রথমে দিয়ে নিন, তারপরেই তা দিয়ে মুছুন।