Smartphone Tips: নিশ্চিন্তে ঘুরে বেড়ান বৃষ্টির মধ্যে, 100 টাকারও কমে নিজের ফোনকে করুন ওয়াটারপ্রুফ!

Smartphone Tips In Monsoon: বর্ষা আসতেই আপনার প্রথম যে কাজটি করা উচিত, তা হল রাস্তায় বেরনোর পর আপনার ফোনের বিশেষ যত্ন নেওয়া। কিন্তু তার জন্যই আপনাকে 99 টাকা খরচ করতে হবে।

Smartphone Tips: নিশ্চিন্তে ঘুরে বেড়ান বৃষ্টির মধ্যে, 100 টাকারও কমে নিজের ফোনকে করুন ওয়াটারপ্রুফ!
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 8:15 AM

Mobile Tips: বর্ষাাকালে বাইরে বেরনো মানেই ফোনটিকে সাবধানে রাখা। যদিও বর্তমানে বেশিরভাগ ফোনই ওয়াটার প্রুফ হয়। তাও একটু জল লাগলেই ফোনে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। বর্ষা এলেই গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যায় বটে, কিন্তু চিন্তা এই সব কিছু নিয়েই থাকে। হঠাৎ বৃষ্টিতে ব্যাগে ফোন রেখেও কাজের কাজ কিছু হয় না। আপনার ফোন যদি হাই ওয়াটার রেজিস্ট্যান্ট হয়, তাহলে খুব একটা সমস্যা নেই, কিন্তু আপনার ফোন যদি ওয়াটারপ্রুফ না হয়, তার জন্য আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যাতে আপনি সহজেই ফোনটিকে ওয়াটারপ্রুফ করে নিতে পারবেন। তাও আবার মাত্র 99 টাকায়। চলুন জেনে নেওয়া যাক আপনি কীভাবে আপনার ফোনটিকে ওয়াটারপ্রুফ বানাবেন?

কিন্তু তার আগে জানা প্রয়োজন আপনার ফোনটি ওয়াটারপ্রুফ কি না। তার জন্য আপনাকে ফোনের IP রেটিং চেক করতে হবে। ফোন কেনার সময় IP67, IP68, IPX8 সহও বিভিন্ন ধরনের রেটিং দেখতে পাবেন। কিন্তু এই রেটিংগুলির মানে অনেকেই জানেন না। IP68 রেটিংটের কোনও ডিভাইসকে জলের নীচে 30 মিনিট ডুবিয়ে রাখলেও কোনও ক্ষতি হবে না। তাই ওয়াটারপ্রুফ ফোন কি না তা চেক করতে আপনাকে যে দেখতে হবে, তা হল ফোনে IP68 রেটিং রয়েছে কি না। যদি ফোনে IP68 রেটিং না থাকে, তাহলে ভুলেও জল লাগতে দেবেন না। এতে ফোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তার জন্যই আপনাকে 99 টাকা খরচ করতে হবে।

ওয়াটারপ্রুফ পাউচ কিনে নিন:

বর্ষা আসতেই আপনার প্রথম যে কাজটি করা উচিত, তা হল রাস্তায় বেরনোর পর আপনার ফোনের বিশেষ যত্ন নেওয়া। তার জন্য আপনি একটি ওয়াটারপ্রুফ পাউচ কিনে নিতে পারেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে, ওয়াটারপ্রুফ পাউচটা কী? আসলে এটি একটি প্লাস্টিকের কভার। এতে আপনার ফোনটিকে ঢুকিয়ে দিলে, যতই জন লাগুক না কেন, কিছুই হবে না। এমনকি কভার পরানো অবস্থাতেই আপনি ফোন ব্যবহার করতে পারবেন। কারণ ওয়াটারপ্রুফ পাউচগুলি ট্রান্সপারেন্ট হয়।

কোথা থেকে কিনবেন?

আপনি যেকোনও ই-কমার্স ওয়েবসাইটগুলি থেকেই কিনে নিতে পারবেন। Flipkart, Amazon-এর মতো জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটগুলি থেকে কিনে নিন। এগুলির দাম 99 টাকা থেকে শুরু হয়। আপনি 300 টাকারও পাবেন। শুধুই জল নয়, এমনকি অতিরিক্ত ধুলো, বালি থেকেও আপনার ফোনকে রক্ষা করবে।