AC Care In Rain: বাইরে অঝোর বৃষ্টি, ভিতরে আপনার AC কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে জানেন? সুরক্ষিত থাকার 6 কার্যকর টিপস

How Rain Affects Your AC: বাইরে প্রচণ্ড বৃষ্টি হলে আপনার AC কতটা প্রভাবিত হতে পারে, তা কি আপনার জানা আছে? জেনে রাখুন, বাইরের অঝোর বৃষ্টি ভিতরে আপনার এসির দফারফা করে দিতে পারে।

AC Care In Rain: বাইরে অঝোর বৃষ্টি, ভিতরে আপনার AC কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে জানেন? সুরক্ষিত থাকার 6 কার্যকর টিপস
প্রচণ্ড বৃষ্টিতে এসির যত্ন যেভাবে নেবেন...
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 12:56 PM

AC Tips In Monsoon: গরমকালে আপনি যেমন দীর্ঘ সময় Air Conditioner ব্যবহার করেন, বর্ষাকালেও কিন্তু আপনাকে AC চালাতে হয়। দুই ঋতুর ক্ষেত্রেই আপনার এসি ব্যবহারের উদ্দেশ্যটাও এক, গরম থেকে রেহাই পাওয়া। কিন্তু তা বলে তো আর গ্রীষ্ম আর বর্ষার গরমের ধরনটা এক নয়। গরমকালে আপনি প্যাচপ্যাচে গরমে প্রচণ্ড ঘামতে থাকবেন, বর্ষায় ভ্যাপসা গরমে আপনার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠবে। তাই, গ্রীষ্ম এবং বর্ষায় আপনার এয়ার কন্ডিশনারের যত্নটাও অন্য ভাবে নেওয়া উচিত। কিন্তু, বাইরে প্রচণ্ড বৃষ্টি হলে আপনার AC কতটা প্রভাবিত হতে পারে, তা কি আপনার জানা আছে? জেনে রাখুন, বাইরের অঝোর বৃষ্টি ভিতরে আপনার এসির দফারফা করে দিতে পারে।

পরিবেশ ও পরিস্থিতির দিকে নজর রেখে আপনার এয়ার কন্ডিশনারকে সদা প্রস্তুত করে রাখা উচিত আপনার। গরমে যখন সবসময় চালাবেন, বর্ষায় যখন প্রায়শই চালাবেন এবং শীতে যখন এক্কেবারেই চালাবেন না- প্রত্যেক বারই প্রতিটা পরিস্থিতির কথা মাথায় রেখে আপনার এসিটাকে প্রস্তুত করে রাখতে হবে। বিশেষ করে বৃষ্টির সময় আপনার AC-র বিশেষ যত্নাদির প্রয়োজন আছে। তার ফলে সেটি বেশিদিন টেকসইও হবে। বর্ষায় Air Conditioner-এর যত্ন করতে কয়েকটি টিপস জেনে নিন।

1) এসির আউটডোর ইউনিটের জন্য সামান্য বৃষ্টি সহায়ক হতে পারে তার অন্দরের নোংরা পরিষ্কার করার জন্য। তাতে আবার সমস্যাও রয়েছে, মরচে ধরতে পারে সেই ইউনিটে। তবে যত বার বৃষ্টি হবে, তার পর যদি তা পরিষ্কার জলে আবারও ধুয়ে নেন তাহলে মরচে পড়ার ভয় থাকবে না। যদিও সে ক্ষেত্রে একবার মেকানিকের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত।

2) উইন্ডো এসির ক্ষেত্রে একটু বেশি যত্নবান হওয়া প্রয়োজন। অল্প বৃষ্টি, খুব জোরে বৃষ্টি, বৃষ্টি তা সে যেমনই হোক না কেন, উইন্ডো এসি ইউনিটটিকে আপনাকে সিল করে রাখতে হবে, যাতে সেটি বৃষ্টির জল থেকে সুরক্ষিত থাকে।

3) বৃষ্টি থেকে বাঁচতে আপনার এসির আউটডোর বা ইন্ডোর ইউনিটে পাখিরা বাসা বাঁধতে পারে। আবার পিঁপড়ে বা পোকারাও সেখানে সদলবলে চলা ফেরা করতে পারে। তাতে আপনার এসি প্রভাবিত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই, এগুলি যাতে না হয় তার জন্য বিশেষ যত্ন নিন।

4) আপনার এলাকায় যদি বেশি বৃষ্টিপাত হয় এবং ঘরে যদি স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তাহলে আপনার এসির ইউনিটটি একজন প্রফেশনাল কন্ট্র্যাক্টর দিয়ে পরীক্ষা করিয়ে নিন। আগেভাগেই যদি তা পরীক্ষা না করিয়ে বৃষ্টির সময় ঘরটাকে আরও বেশি আর্দ্র হতে দেন, তাহলে এসি খুব অল্প সময়েই খারাপ হয়ে যেতে পারে।

5) আপনার এসি ইউনিটটি প্লাস্টিক র‌্যাপ বা গারবেজ ব্যাগ দিয়ে ঢেকে রাখুন বৃষ্টির সময়, যাতে তার মেটালে মরচে না পড়ে। নিশ্চিত করুন, আপনার এসির কভার যেন পুরোদস্তুর ভেন্টিলেটেড থাকে। বৃষ্টি থেকে বাঁচাতে গিয়ে এসিতে যাতে ছত্রাকের বাড়বাড়ন্ত না হয়, সেই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে।

6) প্রচণ্ড বৃষ্টির সময় AC-র প্রতি সামান্য যত্ন, মেশিনটিকে নতুন জন্ম দিতে পারে। তবে এসির ভিতরে বা মেশিন সংক্রান্ত কোনও সমস্যা যদি এই বর্ষার সময়েই আপনি খেয়াল করেন, তাহলে আপনার একজন প্রফেশনালকে দিয়েই তা ঠিক করানো উচিত।