Fridge Care In Monsoon: বর্ষার মরসুমে বাড়ির ফ্রিজকে কোন মোডে চালাবেন? বড় ক্ষতি এড়াতে জেনে নিন এখনই

Fridge Safety Tips: বৃষ্টিতে ফ্রিজ কোন তাপমাত্রায় সেট করতে হবে, কখন ফ্রিজ ডি-ফ্রিজারেট করতে হবে এবং ফ্রিজারে জমে থাকা বরফ গলিয়ে ফেলতে হবে। তাহলে আর দেরি না করে, চলুন জেনে নেওয়া যাক।

Fridge Care In Monsoon: বর্ষার মরসুমে বাড়ির ফ্রিজকে কোন মোডে চালাবেন? বড় ক্ষতি এড়াতে জেনে নিন এখনই
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 6:33 PM

Fridge Care In Rain: বর্ষা আসার সঙ্গে সঙ্গে ঘরের ডিভাইসগুলির দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে এসি, ফ্রিজ এসব। বর্ষাকালে এগুলি ব্যবহার করার সঠিক উপায় অনেকেই জানেন না। ফলে নিজের অজান্তেই এমন কিছু ভুল করে বসেন, যার জন্য বিরাট বড় ক্ষতি হয়ে যায়। এই সব বিষয় মাথায় রেখেই আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে বর্ষাকালেও আপনার ফ্রিজ একেবারে ঠিক থাকবে। এতে আপনি জানতে পারবেন, বৃষ্টিতে ফ্রিজ কোন তাপমাত্রায় সেট করতে হবে, কখন ফ্রিজ ডি-ফ্রিজারেট করতে হবে এবং ফ্রিজারে জমে থাকা বরফ গলিয়ে ফেলতে হবে। তাহলে আর দেরি না করে, চলুন জেনে নেওয়া যাক।

ফ্রিজে ঠান্ডা করার কয়টি মোড আছে?

বাজারে সাধারণ ফ্রিজ এবং ইনভার্টার ফ্রিজ রয়েছে। তবে বর্তমানে ইনভার্টার ফ্রিজের চাহিদাই বেশি। তাই আপনাকে ইনভার্টার ফ্রিজের কুলিং মোড সম্পর্কে জানানো হবে। ইনভার্টার ফ্রিজে সাধারণত তিনটি মোড থাকে। এছাড়া বিভিন্ন সব আলাদা সেটিংস-এর জন্য কোনও কোনও রেফ্রিজারেটরে ঠান্ডা করার 7 পয়েন্ট দেওয়া হয়েছে, যা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেট করতে পারেন।

বৃষ্টিতে রেফ্রিজারেটর কোন তাপমাত্রায় সেট করা উচিত?

বর্ষাকালে ইনভার্টার ফ্রিজ কম তাপমাত্রায় সেট করাই ভাল। এর পাশাপাশি এই সময়ে আপনার ইনভার্টার রেফ্রিজারেটরের ম্যানুয়াল তাপমাত্রা 4 থেকে 5 এর মধ্যে রাখতে হবে। এতে আপনার ফ্রিজটি ঠিক ততটাই ঠান্ডা থাকবে, যতটা আপনি চাইছেন।অতিরিক্ত বরফ ফ্রিজারে জমা হবে না।

কখন ইনভার্টার রেফ্রিজারেটর ডি-ফ্রিজ করবেন?

যখন একটি ইনভার্টার রেফ্রিজারেটরের ফ্রিজারে স্বাভাবিকের চেয়ে বেশি বরফ জমে, তখন ফ্রিজটি আর আগের মতো ঠান্ডা হতে চায় না। এতে আপনি যখনই দেখবেন যে, আপনার ফ্রিজের ফ্রিজের চারপাশে বরফ জমে গিয়েছে, তখন আপনার ফ্রিজটিকে ডি-ফ্রিজ করে ফেলুন।যার ফলে ফ্রিজের চারপাশে জমাট বরফ জলে পরিণত হবে এবং ড্রেনেজ পাইপ থেকে বেরিয়ে আসবে।

কীভাবে রেফ্রিজারেটর ডি-ফ্রিজ করবেন?

বর্তমানে বেশিরভাগ রেফ্রিজারেটরেই এর জন্য আলাদা করে সেটিংস থাকে। যদি আপনার ফ্রিজে না থাকে, তাহলে আপনাকে রেফ্রিজারেটরটি ডি-ফ্রিজ করতে একটু বেশি কষ্ট করতে হবে। তার জন্য প্রথমে ফ্রিজে রাখা সমস্ত খাবার বের করে ফেলতে হবে। তারপরে বেশ অনেকক্ষণের জন্য ফ্রিজের সুইচ বন্ধ রাখতে হবে। কয়েক ঘন্টার মধ্য়েই আপনার ফ্রিজারের সমস্ত বরফ গলতে শুরু করবে। তখন সেগুলি নিয়ে আপনি বাইরে বের করে এনে ট্রেগুলি পরিষ্কার করে, আবার ঢোকাতে পারেন। সমস্ত কাজটা ঝকমারি মনে হলেও, এটি বিশেষ বিশেষ সময় করা প্রয়োজন। তবে এই ঝামেলাটা শুধুই সাধারণ ফ্রিজারের জন্যই।