নতুন কোনও ফিল্ম সিনেমা হলে রিলিজ করলেই মানুষরে ভিড় জমতে শুরু করে। বর্তমানে অনেকেই সিনেমা হলে গিয়ে টিকিট কাটেন না। তার এক মাত্র কারণ হল ভাল সিট পাওয়া যায় না। আর তাছাড়াও এত রাস্তা কষ্ট করে গিয়ে যদি টিকিট না পাওয়া য়ায়, তার থেকে খারাপ আর কী-ই বা হতে পারে। তাই সিনেমার টিকিট আগে থেকেই কেটে নেন অনেকে। সেই সঙ্গে কখনও কখনও পেয়ে যান বেশি অনেকটা ছাড়ও। আপনিও যদি অনলাইন টিকিট বুক করতে চান, তবে Paytm ছাড়াও আপনি আরও 4টি অ্যাপ ব্যবহার করতে পারেন। এখানে শুধু Paytm নয়, অন্য 4টি অ্যাপ সম্পর্কেও আপনাকে জানানো হবে।
BookMyShow
বুক মাই শো অ্যাপটি গুগল প্লে স্টোরে 4.1 রেটিং পেয়েছে এবং এখনও পর্যন্ত 50 মিলিয়ন ব্যবহারকারী ডাউনলোড করেছে। এই অ্যাপটির মাধ্যমে আপনি সিনেমা হলে চলা যে কোনও সর্বশেষ সিনেমার টিকিট বুক করতে পারবেন। এতে আপনি অনেক দুর্দান্ত অফারও পাবেন। টিকিটের উপর ডিসকাউন্টও দেওয়া হয়।
TicketNew
আপনি এই অনলাইন টিকিট স্টার্টআপ থেকেও আপনার সিনেমার টিকিট বুক করতে পারেন। এতে আপনি যে কোনও সর্বশেষ সিনেমার টিকিট কাটতে পাবেন। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে 3.8 রেটিং পেয়েছে এবং 5 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ডাউনলোড করেছেন।
INOX
এই অ্যাপটি গুগল প্লে স্টোরে 3.9 রেটিং পেয়েছে এবং এখন পর্যন্ত এটি 10 লাখেরও বেশি ব্যবহারকারী ডাউনলোড করেছেন। এই অ্যাপটি আপনি সহজেই আপনার ফোনে ইনস্টল করে সিনেমার টিকিট বুক করতে পারবেন। তবে এতে খুব কম সময়ই অফার দেওয়া হয়।
PVR Cinema
প্রথমবার ফোনে এই অ্যাপটি ইনস্টল করে টিকিট কাটলে 100 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। 50 লাখেরও বেশি ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করেছেন, এটি গুগল প্লে স্টোরে 4.2 রেটিং পেয়েছে।
PayTm
Paytm অ্যাপ হল একটি জনপ্রিয় UPI অ্যাপ, এতে আপনি সহজেই মুভির টিকিট থেকে শুরু করে বিদ্যুৎ বিল, মোবাইল রিচার্জ করতে পারবেন। আপনি এটিতে সিনেমার টিকিট বুক করার ক্ষেত্রে ক্যাশব্যাক অফারও পেয়ে যাবেন। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে 4.6 রেটিং পেয়েছে এবং এটি এখন পর্যন্ত 100 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ডাউনলোড করেছেন।