AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইনস্টাগ্রামে আর শুধুই চ্যাট নয়, এবার পছন্দের মানুষের সঙ্গে খেলুন গেমও

Play Game In Instagram: ইনস্টাগ্রামে তো অনেকের সঙ্গেই চ্যাট করেন। কিন্তু কখনও চ্যাটে কারও সঙ্গে গেম খেলেছেন? শুনেই চমকে গেলেন তো, ভাবছেন চ্যাটে আবার কীভাবে গেম খেলা যায়। আজকে আপনাকে সেই ফিচার সম্পর্কেই জানানো হবে।

ইনস্টাগ্রামে আর শুধুই চ্যাট নয়, এবার পছন্দের মানুষের সঙ্গে খেলুন গেমও
Follow Us:
| Updated on: Mar 11, 2024 | 9:00 AM

অসবর সময় মানেই ইনস্টাগ্রামে বসে বসে রিল দেখা। আর পোস্ট করা। কিন্তু এই যে এত ইনস্টাগ্রাম ব্যবহার করেন, এর সমস্ত ফিচার জানেন কি? এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন কিছু মজার ফিচার আছে, যা হয়তো আপনি এতদিন ব্যবহারই করেননি। অ্যাপে তো অনেকের সঙ্গেই চ্যাট করেন। কিন্তু কখনও চ্যাটে কারও সঙ্গে গেম খেলেছেন? শুনেই চমকে গেলেন তো, ভাবছেন চ্যাটে আবার কীভাবে গেম খেলা যায়। আজকে আপনাকে সেই ফিচার সম্পর্কেই জানানো হবে।

কীভাবে খেলবেন এই অ্যাপে গেম?

আপনার যদি ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার না থাকে বা আপনি ইনস্টাগ্রামে রিল দেখতে দেখতে একটা সময় বিরক্ত হয়ে যান, তবে আর আপনার চিন্তা করার প্রয়োজন নেই। কারণ এখানে এমন একটি গেম সম্পর্কে জানানো হবে, যা আপনি আপনার অবসর সময়ে ইনস্টাগ্রামে খেলতে পারেন। আর এই গেম খেলেই ঘন্টার পর ঘন্টা সময় পার করতে পারবেন। তবে এর জন্য আপনাকে আলাদা করে আর কোনও টাকা খরচ করতে হবে না। ইনস্টাগ্রামের এই লুকানো কৌশলটি দিয়ে, আপনি ইনস্টাগ্রামে গেম খেলতে পারবেন। এর জন্য আপনাকে শুধু ইনস্টাগ্রামের মেসেজ সেকশনে যেতে হবে এবং যে কারও মেসেজ বক্স খুলে যে কোনও ইমোজি পাঠাতে হবে। এর পরে আপনাকে ইমোজিতে লগ টিপতে হবে এবং তারপরে একটি নতুন স্ক্রিন খুলবে। যাতে আপনি গেম খেলতে পারবেন।

এবার প্রশ্ন হল শুধু কি তারাই গেম খেলতে পারবেন যাবেন অনেক ফলোয়ার্স আছে? এমন কোনও ব্যাপার নেই। এই গেম খেলার জন্য আপনার অনেক ফলোয়ার্স থাকতে হবে, তা একেবারেই নয়। এই অ্যাপটিকে অনেকে ডেটিং অ্যাপ হিসেবে ব্যবহার করেন। কিন্তু তাতে জালিয়াতির সংখ্যা বাড়ছে। তাই তার পরিবর্তে বরং গেম খেলেই সময় কাটান।