হোয়াটসঅ্যাপে HD কোয়ালিটির ছবি পাঠান ডকুমেন্ট ফাইল না করেই, শিখে নিন পন্থা

HD quality Image On WhatsApp: কোথাও গিয়ে ছবি তোলার পরে যখন বন্ধুরা ছবি চায়, সঙ্গে সঙ্গে বলে দেয় ডকুমেন্ট করে পাঠানোর জন্য। নাহলে ছবির কোয়ালিটি একেবারেই খারাপ হয়ে যাবে। কিন্তু এবার থেকে আর আপনাকে ডকুমেন্ট করতে হবে না। তার জন্য হোয়াটসঅ্যাপ HD Photo Share ফিচার ব্যবহার করতে পারেন।

হোয়াটসঅ্যাপে HD কোয়ালিটির ছবি পাঠান ডকুমেন্ট ফাইল না করেই, শিখে নিন পন্থা
Follow Us:
| Updated on: Feb 25, 2024 | 6:00 PM

সকালে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ খোলেন। কিন্তু এই অ্যাপের অনেক ফিচারই আপনার অজানা। আর কোম্পানিটি বছর জুরে একের পর এক ফিচার নিয়ে আসে। তেমনই একটি ফিচার যুক্ত করা হয়েছে হোয়াটসঅ্যাপ ইমেজ শেয়ারিং-এ। আপনি হোয়াটসঅ্যাপে উচ্চ মানের ফটো শেয়ার করতে পারবেন। কিন্তু তাও আবার ডকুমেন্ট ছাড়াই। কোথাও গিয়ে ছবি তোলার পরে যখন বন্ধুরা ছবি চায়, সঙ্গে সঙ্গে বলে দেয় ডকুমেন্ট করে পাঠানোর জন্য। নাহলে ছবির কোয়ালিটি একেবারেই খারাপ হয়ে যাবে। কিন্তু এবার থেকে আর আপনাকে ডকুমেন্ট করতে হবে না। তার জন্য হোয়াটসঅ্যাপ HD Photo Share ফিচার ব্যবহার করতে পারেন।

কীভাবে HD কোয়ালিটির ছবি পাঠাবেন?

1. প্রথমে WhatsApp খুলুন।

2. এর পরে আপনি যে চ্যাটে ফটো শেয়ার করতে চান সেখানে যান।

3. এখানে পেপারক্লিপ আইকনে ক্লিক করুন।

4. এর পরে ফোনের গ্যালারিতে যান এবং আপনি যে ছবিটি শেয়ার করতে চান সেটি সিলেক্ট করুন।

5. এর পরে ছবির উপরে HD-তে ট্যাপ করুন এবং HD quality অপশনটি সিলেক্ট করুন।

6. এর পরে আপনি ছবিটি শেয়ার করতে পারবেন। আপনার ছবি HD কোয়ালিটিতেই সেই ব্যক্তির কাছে যাবে।

চাইলে ডকুমেন্ট করেও পাঠাতে পারেন:

1. এর জন্যও প্রথমে WhatsApp খুলুন।

2. এর পরে, যে চ্যাটে আপনি ছবি শেয়ার করতে চান সেটি খুলুন এবং পেপারক্লিপ আইকনে ক্লিক করুন।

3. এখানে document অপশনটি সিলেক্ট করুন।

4. তারপর গ্যালারিতে যান এবং আপনি যে ফটোটি শেয়ার করতে চান সেটি সিলেক্ট করুন।

5. এর পরে আপনি ছবিটি শেয়ার করতে পারেন। আপনার ছবি কোন কম্প্রেশন ছাড়া পাঠানো হবে।

ফাইলের নাম পরিবর্তন করবেন কীভাবে?

1. প্রথমত ফোনের ফাইল ম্যানেজার অ্যাপে যান এবং আপনি যে ছবিটি শেয়ার করতে চান সেটি খুঁজুন।

2. ছবির এক্সটেনশন “.jpg” বা “.png” থেকে “.pdf” এ পরিবর্তন করুন।

3. তারপর হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন।

4. এর পরে আপনার বন্ধুকে এটি ডাউনলোড করতে বলুন এবং একই ফর্ম্যাটে (jpg বা png) আবার নাম দিতে বলুন।