ATM-এ আপনার কাঁধের উপর দিয়ে PIN দেখছে প্রতারক, জালিয়াতির নতুন ধরন থেকে কোন পথে সুরক্ষা?
ATM কার্ড প্রতারণার একটি নতুন ধরনের নাম শোল্ডার সার্ফিং (Shoulder Surfing)। এর মাধ্যমে এখন ব্যাপক ভাবে এটিএম জালিয়াতি চলছে। কীভাবে এই ধরনের প্রতারণার ঘটনা ঘটে? আর কীভাবেই বা নিজেকে এমনতর প্রতারণা থেকে সুরক্ষিত রাখবেন, জেনে নিন।
ATM PIN Scam Alert: বিশ্বের বিভিন্ন দেশে ATM Card Scam এখন মাথাব্যাথার অন্যতম কারণ হয়ে উঠেছে। ATM কার্ড নিয়ে এমনই এক প্রতারণা করা হচ্ছে, যা গ্রাহকের অজান্তেই তাঁর কষ্টার্জিত অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি পৌঁছে দিচ্ছে প্রতারকদের কাছে। দিন-দিন এই এটিএম কার্ড প্রতারণার ধরনও বদলেছে। প্রতারকরা প্রত্যেক বার নতুন-নতুন পন্থা নিয়ে এসে এটিএমের মাধ্যমে প্রতারণা করছে। আপনার ATM কার্ডে নম্বরের একটা সিরিজ় থাকে, থাকে CVV নম্বরও। প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের এটিএম কার্ডের CVV নম্বর অনন্য হয়। এই নম্বরটি কাজে লাগে যখন আপনি ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করেন।
এখন কেউ যদি আপনার ATM কার্ড এবং তার পিন নম্বর পেয়ে যায়, তাহলে CVV নম্বরের সাহায্যে সে আপনার অ্যাকাউন্ট থেকে যেমন টাকা তুলে নিতে, তেমনই আবার অনলাইনে বিভিন্ন জিনিসপত্রও ক্রয় করতে পারে। এর ফলে আপনি কিছু বুঝতে পারার আগেই আপনার অ্যাকাউন্ট থেকে মোটা টাকা গায়েব হয়ে যায়।
ATM কার্ড জালিয়াতির নতুন ধরন: শোল্ডার সার্ফিং
তাই, আপনার ATM কার্ডের পিন নম্বর সুরক্ষিত রাখা যতটা জরুরি, ততটাই জরুরি হল আপনার এটিএম কার্ডটিও যাতে চুরি না হয়ে যায় সেই বিষয়টি নিশ্চিত করা। ATM কার্ড প্রতারণার একটি নতুন ধরনের নাম শোল্ডার সার্ফিং (Shoulder Surfing)। এর মাধ্যমে এখন ব্যাপক ভাবে এটিএম জালিয়াতি চলছে। কীভাবে এই ধরনের প্রতারণার ঘটনা ঘটে? প্রতারকরা একজন ব্যক্তি যখন এটিএমে ঢুকে টাকা তুলছেন, তখন তার PINটি খুব খুঁটিয়ে লক্ষ্য করেন বা রেকর্ডও করে নেন। ওই ব্যক্তির খুব কাছে দাঁড়িয়ে তাঁর কাঁধের উপর থেকে তা দেখে নিতে পারেন প্রতারকরা। কখনও আবার এটিএম কিয়স্কে হিডেন ক্যামেরা ব্যবহার করে বা ছোট্ট ক্যামেরা বসিয়েও ওই ব্যক্তির এটিএম পিন জানতে পারে প্রতারকরা।
ATM কার্ড জালিয়াতি থেকে নিজেকে কীভাবে বাঁচাবেন
1) এটিএম ব্যবহার করার সময় আপনার চারপাশে কী হচ্ছে, সব বিষয়ে সতর্ক থাকুন এবং সচেতন হন।
2) এটিএম থেকে টাকা তুলতে গিয়ে পিন নম্বর দেওয়ার সময় কিপ্যাডটি ঢেকে রাখুন, যাতে শোল্ডার সার্ফিংয়ের শিকার না হতে হয়।
3) সন্দেহজনক কোনও ডিভাইস রয়েছে কি না, এটিএমের কোনও অংশ ভেঙে গিয়ছে কি না, এমনকি কোথাও কোনও ক্যামেরাও লুকিয়ে রাখা রয়েছে কি না, নজর রাখুন।
4) যে সব জায়গায় প্রচণ্ড ভিড়ভাট্টা, এটিএমের পাশে অনেক দোকানপাট, সেখান থেকে টাকা তুলতে যাবেন না।
5) কেবল ব্যাঙ্কের ব্রাঞ্চগুলিতে যে সব এটিএম রয়েছে, সেখান থেকেই টাকা তুলুন। কারণ, সেগুলি অনেকটাই সুরক্ষিত।
6) প্রতিদিন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট মনিটর করুন, অযাচিত কাজকর্ম চলছে কি না, তা যাচাই করতে ট্রানজ়াকশন হিস্ট্রিও চেক করুন।
7) আপনার কার্ড যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, এই ধরনের প্রতারণামূলক কাজকর্ম যাতে না হয় তার জন্য ব্যাঙ্ককে বিষয়টি জানান এবং আপনার কার্ডটি ব্লক করিয়ে দিন।