AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

1 জানুয়ারি থেকে আপনার সুস্থ জীবন ‘ব্যস্ত’ করবে এই 3 নিয়ম

New Rules From January 1: নতুন বছরের প্রথম দিনই অর্থাৎ 1 জানুয়ারি, 2024 থেকে কতগুলি বড় পরিবর্তন ঘটছে। তাই 31 ডিসেম্বরের আগে সব কাজ শেষ করতে হবে। অন্যথায় আপনি মোবাইল ফোনের মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবেন না। এছাড়াও সিম কার্ড ব্লক হয়ে যেতে পারে।

1 জানুয়ারি থেকে আপনার সুস্থ জীবন 'ব্যস্ত' করবে এই 3 নিয়ম
| Updated on: Dec 27, 2023 | 1:07 PM
Share

স্মার্টফোন ব্যবহার করেন? তাহলে নতুন বছরে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে তাতে। হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই নতুন বছর। আর নতুন বছরের প্রথম দিনই অর্থাৎ 1 জানুয়ারি, 2024 থেকে কতগুলি বড় পরিবর্তন ঘটছে। তাই 31 ডিসেম্বরের আগে সব কাজ শেষ করতে হবে। অন্যথায় আপনি মোবাইল ফোনের মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবেন না। এছাড়াও সিম কার্ড ব্লক হয়ে যেতে পারে।

আপনি UPI পেমেন্ট করতে পারবেন না-

আপনি যদি এক বছর বা তার বেশি সময় ধরে UPI আইডি ব্যবহার না করেন, তাহলে আপনার UPI আইডি 31 ডিসেম্বর, 2023-এর পরে বন্ধ হয়ে যাবে। এর মানে 1 জানুয়ারি, 2024 থেকে, আপনি Google Pay, Phone Pay এবং Paytm-এর মতো UPI পেমেন্ট ব্যবহার করতে পারবেন না।

সিম কার্ডের নতুন নিয়ম-

নতুন বছর থেকে সিম নেওয়ার সময় বায়োমেট্রিক বিবরণ দিতে হবে। এই বিল রাজ্যসভা ও লোকসভায় পাশ হয়েছে। এরপর বিলটি আইনে পরিণত হবে। আর নতুন SIM নেওয়া বা অন্য কোনও কোম্পানিতে পোর্ট করতে হলেও আপনাকে KYC করতে হবে। মোবাইল সিম সংক্রান্ত নতুন টেলিকম বিলটি সংসদে পাশ হলে যে কোনও জায়গা থেকে আর সিম কিনতে পারবেন না। পাশাপাশি এই বিলে সিম ব্যবহারকারীদের অভিযোগ সমাধানের জন্য সরকার একটি নোডাল এজেন্সি তৈরি করার নির্দেশ দিয়েছে। আর সেখানেই ব্যবহারকারীরা টেলিকম কোম্পানি এবং তার পরিষেবাগুলির সঙ্গে সম্পর্কিত যে কোনও অভিযোগ জানাতে পারবেন।

জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে-

এক বা দুই বছর ধরে ব্যবহার করা হয়নি এমন জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। গুগল এই ধরনের সব জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। নতুন নিয়মটি ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ স্কুল এবং ব্যবসায়িক অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে না।

UPI পেমেন্ট থেকে শুরু করে, জিমেইল অ্যাকাউন্ট সব কিছুই প্রতিদিনের ব্যবহারের সঙ্গে জড়িয়ে আছে। আর এই সব জিনিস বন্ধ হয়ে গেলে আপনার সুস্থ জীবন যে সত্যিই ব্যস্ত হয়ে পড়বে, তা আর বলার অপেক্ষা থাকে না।