AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাল লাগছে না ভোটার কার্ডে থাকা পুরনো ছবি? মনের মতো ফটো দিন বাড়িতে বসেই

Voter ID Card Image Update: যদিও এখন বেশিরভাগ জায়গায় আধার কার্ডেরই প্রয়োজন পরে। কিন্তু ভোটার হিসেবে পরিচয় দিতে কিন্তু আপনাকে এই ভোটার কার্ডটিকেই দেখাতে হবে। এমন পরিস্থিতিতে ভোটার কার্ডে আপনার ফটো আপডেট অনলাইনেই করে নিন। দেখে নিন কীভাবে করবেন।

ভাল লাগছে না ভোটার কার্ডে থাকা পুরনো ছবি? মনের মতো ফটো দিন বাড়িতে বসেই
| Updated on: Jan 06, 2024 | 2:03 PM
Share

আপনার ভোটার আইডি কার্ডের ছবিটা দেখে নিজেকেই নিজে চিনতে পারছেন না? ভয়ঙ্কর খাপার একটি ছবি দিয়েই কাটিয়ে দিলেন এত বছর। কিন্তু এই অনলাইনের যুগে কী হয় না বলুন তো! তাই চটপট বাড়িতে বসেই পাল্টে ফেলুন আপনার ভোটার কার্ডের খাপার ছবি। আর মন মতো একটি ছবি দিয়ে দিন সেই জায়গায়। আপনার ভোটার আইডি কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। যদিও এখন বেশিরভাগ জায়গায় আধার কার্ডেরই প্রয়োজন পরে। কিন্তু ভোটার হিসেবে পরিচয় দিতে কিন্তু আপনাকে এই ভোটার কার্ডটিকেই দেখাতে হবে। এমন পরিস্থিতিতে ভোটার কার্ডে আপনার ফটো আপডেট অনলাইনেই করে নিন। দেখে নিন কীভাবে করবেন।

অনলাইনে ফটো আপডেট করুন:

1. প্রথমে নির্বাচন কমিশনের (Election Commission) অফিসিয়াল ওয়েবসাইটে যান https://www.nvsp.in/

2. হোম পেজে ভোটার সার্ভিস ট্যাবে ক্লিক করুন।

3. ভোটার আইডিতে Correction-এ ক্লিক করুন।

4. এখন ভোটার আইডি নম্বর লিখুন।

5. যদি আপনার ভোটার আইডি নম্বর না থাকে, তাহলে My Voter ID Number is not available-এ ক্লিক করুন।

6. এখন Next বাটনে ক্লিক করুন।

7. এখন আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য লিখতে হবে।

8. এবার ফটোতে ক্লিক করুন।

9. এখন আপলোড ফটোতে ক্লিক করুন।

10. এবার Submit বাটনে যান।

11. আপনার আবেদন জানানোর প্রক্রিয়াটি এবার সুসম্পন্ন হল। এবার স্টেটাস চেক করতে আপনি আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাক ট্যাবে যেতে পারেন।

ফটো আপডেট করার জন্য প্রয়োজনীয় তথ্য:

1. পাসপোর্ট সাইজের ছবি হতে হবে।

2. আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা অন্য বৈধ পরিচয়পত্রের প্রয়োজন পড়বে।

3. ফটো আপডেট করার প্রক্রিয়াটি প্রায় 15-30 দিন সময় নেয়। তাই আপনাকে এতদিন অপেক্ষা করতে হবে।

4. এছাড়াও ছবির আকার 3.5 সেমি x 4.5 সেমি হতে হবে।

5. ছবির রেজোলিউশন 300 ডিপিআই-এর বেশি হওয়া উচিত।

6. ফটোতে আপনার মুখ পরিষ্কারভাবে দেখা যেতে হবে।

7. ভোটার আইডি কার্ডে আপনার অন্য কোনও তথ্য আপডেট করার প্রয়োজন হলে, আপনি ভোটার আইডি ট্যাবে Correction-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।