WhatsApp স্ট্যাটাসে দিতে পারবেন লম্বা ভিডিয়ো, কবে থেকে পাবেন ফিচার?

WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটের জন্য একটি দুর্দান্ত ফিচার নিয়ে হাজির হয়েছে। এই নতুন ফিচারে ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটে এক মিনিটের ভিডিয়ো শেয়ার করতে পারবেন। এখনও পর্যন্ত, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে মাত্র 30 সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করা যেত। তবে এই নতুন ফিচারটিতে স্ট্যাটাসের সময়সীমা বাড়ানো হয়েছে।

WhatsApp স্ট্যাটাসে দিতে পারবেন লম্বা ভিডিয়ো, কবে থেকে পাবেন ফিচার?
Follow Us:
| Updated on: Mar 20, 2024 | 9:45 AM

হোয়াটসঅ্যাপ একের পর এক নতুন ফিচার নিয়ে কাজ করছে। ডিপি স্ক্রিনশট ব্লক থেকে শুরু করে অবতার ফিচার আরও কত কী। এবার আবার হোয়াটসঅ্যাপ সম্প্রতি অনেক নতুন ফিচার নিয়ে এসেছে। কোম্পানি স্ট্যাটাস আপডেটের জন্য একটি দুর্দান্ত ফিচার নিয়ে হাজির হয়েছে। এই নতুন ফিচারে ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটে এক মিনিটের ভিডিয়ো শেয়ার করতে পারবেন।

এখনও পর্যন্ত, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে মাত্র 30 সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করা যেত। তবে এই নতুন ফিচারটিতে স্ট্যাটাসের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন এই ফিচারের তথ্য দিয়েছে WABetaInfo। শুধু তাই নয়, নতুন ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে WABetaInfo।

কারা ব্যবহার করতে পারবেন?

আপাতত এই নতুন ফিচারটি কোম্পানি বিটা ব্যবহারকারীদের জন্য রোল আউট করছে। বিটা ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড 2.24.7.6-এর জন্য হোয়াটসঅ্যাপ বিটাতে এই আপডেটটি পরীক্ষা করতে পারবেন। অর্থাৎ আপনি যদি বিটা ব্যবহারকারী হন, তাহলে এবার থেকে এক মিনিটের ভিডিয়ো স্টেটাসে দিতে পারবেন। কোম্পানির মতে, বিটা টেস্টিং শেষ হলেই এই নতুন ফিচারটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।

স্ট্যাটাস আপডেট ফিচার ছাড়াও হোয়াটসঅ্যাপ আরও একটি ফিচার নিয়ে কাজ করছে। এই ফিচারে আপনি হোয়াটসঅ্যাপে UPI পেমেন্টের জন্য QR কোড স্ক্যান করতে পারবেন। WABetaInfo-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি এই বৈশিষ্ট্যটির বিটা পরীক্ষা করছে, শুধুমাত্র তারপরে এই বৈশিষ্ট্যটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।