বহু মানুষই দিনের বেশ অনেকটা সময় ইউটিউবে ভিডিয়ো দেখে সময় কাটান। বর্তমানে বহু মানুষই টাকা উপার্জন করেন এই অ্যাপটির মাধ্যমে। YouTube কয়েক দিন আগে তার মনিটাইজেশন পলিসি পরিবর্তন করেছে। যদিও ভারতে এই নীতি এখনও বাস্তবায়িত হয়নি। নতুন নীতি অনুসারে, চ্যানেলটি মনিটাইজেশন করতে এখন কনটেন্ট ক্রিয়েটরদের 4,000 ঘন্টা ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার বা 10 মিলিয়ন রিল ভিউ লাগবে না। কনটেন্ট ক্রিয়েটরদের এখন 3,000 ঘন্টা এবং 500 সাবস্ক্রাইবার হওয়াক পরেই তাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। রিলের জন্য 10 মিলিয়নের পরিবর্তে, সংস্থাটি 3 মিলিয়ন ভিউ নির্ধারণ করেছে। ইতিমধ্যে, সংস্থাটি আরও একটি নতুন পদক্ষেপ নিয়েছে। তাদের এই পদক্ষেপ সমস্ত কনটেন্ট ক্রিয়েটরদেরই সমস্যায় ফেলবে। ইউটিউবে কোনও সেলিব্রিটি, অভিনেতা বা জনপ্রিয় নির্মাতার ফ্যান অ্যাকাউন্ট তৈরি করেছেন, তাদের চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে।
এখন পর্যন্ত ইউটিউবে ফ্যান অ্যাকাউন্টের জন্য কোনও নীতি ছিল না। যাদের চ্যানেলে কম ভিউ আসত, তারা জনপ্রিয় ক্রিয়েটরদের কন্টেন্ট ব্যবহার করে তাদের চ্যানেলের ভিউ বাড়াতেন। ফ্যান অ্যাকাউন্টের নামে অর্থ উপার্জন করতেন। কিন্তু এখন ইউটিউব ফ্যান অ্যাকাউন্টের জন্য কিছু নিয়ম নিয়ে এসেছে, যা 21 আগস্ট 2023 থেকে সেই সব চ্যানেলগুলির জন্য প্রযোজ্য হবে।
নতুন নীতির অধীনে, 21শে আগস্টের পরে, যদি কোনও ব্যক্তি তার নিজের কনটেন্টের জন্য ভিডিয়ো, অডিয়ো বা অন্য কোনও চ্যানেলের ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলি ব্যবহার করেন, তাহলে চ্যানেলটি মুছে ফেলা হতে পারে। এই নিয়ম আনার কারণ হল ব্যবহারকারীরা যাতে আসল এবং ফ্যান অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য করতে পারে। কিন্তু এতে সেই সব চ্যানেলগুলি বিরাট সমস্যায় পড়তে চলেছে।
আবার ইউটিউব আরও একটি ফিচার নিয়ে এসেছে, যাতে ক্রিয়েটররা AI-এর সাহায্যে প্ল্যাটফর্মে একাধিক ভাষায় ভিডিয়ো ডাব করতে পারবেন। দ্য ভার্জের মতে, ইউটিউব অ্যালাউডে টিম ফিচার যুক্ত করেছে। একটি এআই-চালিত ডাবিং টুল, যা গুগলের এরিয়া 120 ইনকিউবেটরের মধ্যে তৈরি করা হয়েছে। এই ফিচারটি আনা হয়েছে কারণ YouTube বিভিন্ন ধরণের কনটেন্ট ক্রিয়েটরদের চাহিদা পূরণ করতে চাইছে।