Amazon Freedom Sale: কোন স্মার্টফোনে কত ছাড় মিলছে, দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 06, 2021 | 8:56 PM

ভারতে শুরু হয়ে গিয়েছে অ্যামাজন ফ্রিডম সেল। ১৫ অগস্ট উপলক্ষ্যে শুরু হয়েছে দুর্দান্ত অফার ও সেল। অসংখ্য সংস্থার স্মার্টফোনে রয়েছে আকর্ষণীয় ছাড়। একনজরে দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন ফোন রয়েছে।

Amazon Freedom Sale: কোন স্মার্টফোনে কত ছাড় মিলছে, দেখে নিন

Follow Us

দেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অ্যামাজনে চলছে গ্রেট ফ্রিডম সেল। আপনার বাজেট অনুসারে স্মার্টফোনের উপর দেওয়া হচ্ছে দুরন্ত অফার। মিড-রেঞ্জ, প্রিমিয়াম, ফ্ল্যাগশিপ স্মার্টফোনও পেতে পারেন এখানে। অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে কোন কোন স্মার্টফোনগুলি অফার দেওয়া হচ্ছে ও ক্রেতাদের কাছে আকর্ষণীয় তা একঝলকে দেখে নেওয়া যাক।

ভারতে শুরু হয়ে গিয়েছে অ্যামাজন ফ্রিডম সেল। ১৫ অগস্ট উপলক্ষ্যে শুরু হয়েছে দুর্দান্ত অফার ও সেল। অসংখ্য সংস্থার স্মার্টফোনে রয়েছে আকর্ষণীয় ছাড়। একনজরে দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন ফোন রয়েছে।

Xiaomi Mi 10T Pro: ছাড়-সহ এই স্মার্টফোনটি দাম পড়বে ৩৩,৪৯৯টাকা। রয়েছে এক্সচেঞ্জ অফার ও নো-কোস্ট ইএমআইয়ের সুবিধা।

Apple iPhone XR: সাম্প্রতিক কালে এত কম টাকায় অ্য়াপেলের নয়া মডেলের আইফোন পাওয়া যায়নি। এই ফ্রিডম ডে স্পেশাল ছাড়ে পাওয়া যাচ্ছে মাত্র ৩৮,৯৯৯টাকায়। এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন। পুরনো ফোনের বদলে পাবেন এই দুরন্ত আইফোন।

Samsung Galaxy S20 FE 5G: স্যামসাং যাঁরা ব্যবহার করেন, তাঁরা এই ফোনের সন্ধান করেছেন বহুবার। এবার তাঁদের জন্য বিশেষ সুযোগ রয়েছে। অ্যামাজনের এই সেলে গ্য়ালাক্সি এস২০ সিরিজের ৫জি স্মার্টফোনটি পেয়ে যাবেন ৪৬,৭৪৯টাকায়। নো-কোস্ট ইএমআই ও এক্সচেঞ্জ অফারের সুবিধা রয়েছে।

আরও পড়ুন: Flipkart Big Saving Days Sale: ফের শুরু হচ্ছে ফ্লিপকার্টের সেল, কোন ফোনে কত ছাড়? দেখে নিন

Next Article