ভিভোর নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৯ অগস্ট। জানা গিয়েছে, ভিভো ওয়াই৫৩এস লঞ্চ হবে এবার। গত মাসে অর্থাৎ জুলাই মাসে ভিয়েতনামে এই ফোন লঞ্চ হয়েছিল। ভিয়েতনামে লঞ্চ হওয়া ভিভো ওয়াই৫৩এস ফোনে ছিল একটি ওয়াটারড্রপ স্টাইলের ডিসপ্লে নচ এবং ট্রিপল রেয়ার ক্যামেরা। এছাড়াও ছিল একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১২৮ জিবি কনবোর্ড স্টোরেজ। বেস মডেল ছাড়াও ভিভো ওয়াই৫৩এস ফোনের একটি ৫জি ভ্যারিয়েন্টও রয়েছে। তবে আপাতত ভারতে এই ফোনের ৫জি ভ্যারিয়েন্ট লঞ্চ হবে না। বরং ৪জি মডেল লঞ্চের দিকেই গুরুত্ব দিয়েছেন ভিভো কর্তৃপক্ষ।
ভিভো ওয়াই৫৩এস ফোনের ভারতে সম্ভাব্য দাম-
ভিভো ওয়াই৫৩এস ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২২,৯৯০ টাকা। ডিপ সি ব্লু এবং ফ্যান্টাস্টিক রেনবো কালার অপশনে ভারতে পাওয়া যেতে পারে এই ফোন। উল্লেখ্য, ভিয়েতনামে ভিভো ওয়াই৫৩এস ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ২২,৫০০ টাকায় (ভারতীয় মুদ্রায়)। অনুমান, ভিয়েতনামের ভ্যারিয়েন্টের সঙ্গে ফিচার এবং দামে যথেষ্ট মিল থাকবে ভারতীয় ভ্যারিয়েন্টের। গত মে মাসে ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ (বিআইএস)- এর ওয়েবসাইটে ভিভোর এই ফোনের হদিশ পাওয়া গিয়েছিল। তখন থেকেই অনুমান করা হয়েছে যে ভারতে লঞ্চ হবে ভিভো ওয়াই৫৩এস ফোন।
ভিভো ওয়াই৫৩এস ফোনের সম্ভাব্য ফিচার-
আরও পড়ুন- অগস্টেই মুক্তি পাচ্ছে Google Pixel 5a! ভারতে কবে আসবে?