1996 সালের এই Nokia ফোনটি রয়েছে আপনার কাছে? বিক্রি করলেই পেয়ে যাবেন 40,000 টাকা
Nokia 8110 Banana Phone: ম্যাট্রিক্স ছবিতে নোকিয়া ৮১১০ ফোনটি সকলের নজর কেড়েছিল। ফোনটিকে বলা হত বানানা ফোন। সেই ফোনই যদি এখন বিক্রি করেন, তাহলে 40,000 টাকা পেয়ে যেতে পারেন। কীভাবে, জেনে নিন।
সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির অনেক পরিবর্তন হয়েছে। ফিচার ফোন বদলে এসেছে স্মার্টফোন। আর স্মার্টফোন এখন ওভারস্মার্ট। আগে একটা সময় ছিল যখন একটা মোবাইল লঞ্চের পরের কয়েকটা মাস কেবল মাত্র প্রোমোশনের জন্য রেখে দিত সংস্থাগুলি। প্রোমোশন হওয়ার পর তা রিটেল দোকানে পৌঁছত এবং তারপরই মানুষজন সেই ফোন ক্রয় করতে পারতেন। সেই আইডিয়াটা ইদানিং সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। এখন মার্কেটে কোনও স্মার্টফোন আসার আগেই তার প্রোমোশন হয়ে যাচ্ছে ফুল ফর্মে। আর সেই ফোন লঞ্চ হওয়ার কয়েক দিনের মধ্যে তার বিক্রিবাট্টাও শুরু হয়ে যায় বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম, সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেল দোকানে। ফোনের মার্কেট এখন এতটাই অ্যাডভান্সড। কিন্তু জানেন কি, আপনার কাছে পুরনো ফোন থাকলে, সেটিকে বিক্রি করে মোটা টাকা রোজগার করতে পারেন। তেমনই নোকিয়ার (Nokia) একটি পুরনো ফিচার ফোন (Feature Phone) রয়েছে, যেটি আপনার কাছে থাকলে আপনি এই মুহূর্তে ঠিক 40,000 টাকা রোজগার করতে পারবেন।
পুরনো ফোনের কথা উঠলে প্রথমেই আমাদের মাথায় নোকিয়ার নামটা ভেসে আসে। ফিনল্যান্ড থেকে পথচলা শুরু করে সারা বিশ্বে নোকিয়া জনপ্রিয়তা কুড়িয়েছিল। সে একদিন ছিল। জমকালো এবং শক্তিশালী একাধিক ফিচার ফোনে মার্কেট ছেয়ে দিয়েছিল নোকিয়া। এমন ফোনও সংস্থাটির কাছে ছিল, যা বড় বিল্ডিং থেকেও ফেলে দিলেও অক্ষত অবস্থায় থাকত এবং তা ছিল পরীক্ষিত সত্য। নোকিয়া আজ অতীত। নোকিয়ার ফিচার এবং স্মার্টফোন তৈরি করে এইচএমডি গ্লোবাল নামক একটি সংস্থা। কিন্তু সেই নোকিয়ার স্মার্টফোনও আজ আর কেউই কিনতে আগ্রহ প্রকাশ করে না।
এখন আপনার কাছে যদি একটা নোকিয়া ফিচার ফোন থাকে, তাহলে আপনার থেকে লাভবান এই মুহূর্তে আর কেউই নেই। 1996 সালে লঞ্চ হয়েছিল Nokia 8110। এটি একটি স্লাইডার ফোন ছিল। আর সেই কারণেই ফোনটির চাহিদা ছিল গগনচুম্বী। ফোনটির ডিজ়াইন এতটাই আকর্ষণীয় করা হয়েছিল যে, ঝড়ের গতিতে সেটি বিক্রি হচ্ছিল। Nokia 8110 ফোনটিকে এক সময় ‘ব্যানানা ফোন’ও বলা হত। এই নোকিয়া ফিচার ফোনের কিপ্যাড সম্পূর্ণভাবে ঢাকা ছিল। 1999 সালের মুক্তিপ্রাপ্ত হলিউড ছবি ‘দ্য ম্য়াট্রিক্স’-এ এই নোকিয়া ফোনের প্রথম ঝলকটি যখন দেখানো হয়েছিল, আসমুদ্র হিমাচলের মনে তখন শিহরণ জেগেছিল।
ইবেতে এখনও এই ফোনটি বিক্রি হয়। আবার আপনিও চাইলে এই ফোনটি ইবেতে বিক্রি করতে পারেন। Nokia 8110 ফোনটি ইবে থেকে আপনি ক্রয় করতে চাইলে খরচ হবে 40,000 টাকা। আবার এই ফোনই আপনি যদি বিক্রি করতে চান, তাহলেও পেয়ে যাবেন 40,000 টাকা। আর যদি সেকেন্ড হ্যান্ড Nokia 8110 ক্রয় করেন, তাহলে $55 (4,280) থেকে $200 (15,600) এর মধ্যেই পেয়ে যাবেন। তবে এই অপশন কেবল মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই উপলব্ধ। ভারতে আপাতত এই ফোনটি কেনার বা বিক্রি করার কোনও বিকল্প নেই।