আপাতত চিনে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি নিও ২টি এবং রিয়েলমি কিউ৩এস।
সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে রিয়েলমির দু’টি নতুন স্মার্টফোন। একই দিনে ১৯ অক্টোবর লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি নিও ২টি এবং রিয়েলমি কিউ৩এস ফোন। এর সঙ্গে আবার লঞ্চ হয়েছে রিয়েলমির নতুন স্মার্টওয়াচ রিয়েলমি ওয়াচ টি১। একনজরে দেখে নেওয়া যাক রিয়েলমি জিটি নিও ২টি এবং রিয়েলমি কিউ২এস ফোনের বিভিন্ন ফিচার।
রিয়েলমি জিটি নিও ২টি ফোনের বিভিন্ন ফিচার
- অ্যানড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি UI 2.0- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- এই স্মার্টফোনে রয়েছে একটি ৬.৪৩ ইঞ্চির OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz।
- রিয়েলমির এই স্মার্টফোনে রয়েছে একটি MediaTek Dimensity ১২০০ প্রসেসর।
- এই প্রসেসরের সঙ্গে রয়েছে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
- রিয়েলমি জিটি নিও ২টি ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা। অর্থাৎ ফোনের পিছনের অংশে ক্যামেরা মডিউলে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর। তার সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর এবং একটি ৪ সেন্টিমিটার ম্যাক্রো লেন্স রয়েছে।
- এছাড়াও রিয়েলমির এই ফোনে রয়েছে ৪৫০০mAh ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৬৫W ফাস্ট চার্জিং সাপোর্ট।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই স্মার্টফোনে রয়েছে এনএফসি, জিপিএস, ওয়াই-ফাই ৬ এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিয়ো জ্যাক।
রিয়েলমি কিউ৩এস ফোনের বিভিন্ন ফিচার
- রিয়েলমি জিটি নিও ২টির- র মতোই এই ফোনও পরিচালিত হবে অ্যানডড়য়েড ১১ ভিত্তিক রিয়েলমি UI ২.০- র সাহায়ে।
- এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪Hz।
- রিয়েলমি কিউ৩এস ফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon ৭৭৮G প্রসেসর।
- এই প্রসেসরের সঙ্গে রয়েছে সর্বোচ্চ ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
- রিয়েলমির এই ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর। এছাড়াও রয়েছে একটি ৪ সেন্টিমিটার ম্যাক্রো সেনসর এবং একটি পোর্ট্রেট লেন্স।
- এই ফোনে রয়েছে একটি ৫০০০mAh ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৩০W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- ৫জি কানেক্টিভিটি রয়েছে রিয়েলমি কিউ৩এস ফোনের।
রিয়েলমি জিটি নিও ২টি এবং রিয়েলমি কিউ৩এস- এই দুই ফোনের বুকিং শুরু হবে ২০ অক্টোবর থেকে। আর ১ নভেম্বর থেকে কেনা যাবে রিয়েলমির এই দুই নতুন স্মার্টফোন। আপাতত চিনে লঞ্চ হয়েছে রিয়েলমির এই দুটো ফোন। ভারতের বাজারে এবং আন্তর্জাতিক বাজারে এই ফোনগুলি লঞ্চ হবে কি না, সে ব্যাপারে এখনও কিছু জানাননি রিয়েলমি কর্তৃপক্ষ।
আরও পড়ুন- Google Pixel 6 Series: পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো ফোনের দাম কত?
আরও পড়ুন- Realme Smartphone: একইসঙ্গে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি নিও ২টি এবং কিউ৩এস ফোন, দাম কত?