14,999 টাকার Realme C35 ফোন পেয়ে যাবেন মাত্র 599 টাকায়, মানতে হবে এই শর্ত

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 16, 2023 | 9:34 AM

Realme C35 Smartphone: আপনি যদি একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে Flipkart গ্রাহকদের জন্য় একটি অফার এনেছে। এই অফারে Realme-এর স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

14,999 টাকার Realme C35 ফোন পেয়ে যাবেন মাত্র 599 টাকায়, মানতে হবে এই শর্ত

Follow Us

Flipkart offer: ভারতীয় বাজারে স্মার্টফোন কোম্পানি Realme-এর অনেক ফোন রয়েছে। সব দামের ফোনই বাজারে উপলব্ধ। Realme-এর একটি ফোনে অনেক দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে Flipkart গ্রাহকদের জন্য় একটি অফার এনেছে। এই অফারে Realme-এর স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আপনিও যদি অনলাইনে কেনাকাটা করেন, তাহলে এই সুযোগ হাতছাড়া না করাই ভাল। তবে চলুন Realme C35-এর উপর উপলব্ধ অফারগুলি জেনে নেওয়া যাক।

Flipkart-এ Realme C35-এর উপর উপলব্ধ অফার:

অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart Realme C35-এ বাম্পার ছাড় দিচ্ছে। Realme C35-এর 4GB + 128GB ROM স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। কিন্তু যখন Flipkart তার গ্রাহকদের আকৃষ্ট করতে 13 শতাংশ ছাড় সহ ফোনটি অফার করছে। Flipkart-এ ছাড়ের পরে এই ফোনের দাম হচ্ছে 12,999 টাকা। শুধু তাই নয়, কোম্পানি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে কেনাকাটায় 5 শতাংশ ক্যাশব্যাকও দিচ্ছে। এছাড়াও আপনি যদি ICICI ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড থেকে কেনেন, তাহলে আপনি 1000 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পেতে পারেন।

এছাড়াও আপনি 599 টাকা দিয়ে এই Realme মডেলটি বাড়িতে আনতে পারবেন। ফ্লিপকার্টে এই ফোনটি এক্সচেঞ্জ অফারে কিনতে পারবেন। Flipkart-এ ফোনের জন্য 12,400 টাকার এক্সচেঞ্জ অফার দিচ্ছে। তবে এক্সচেঞ্জ অফারটি নির্ভর করবে ফোনের অবস্থা কেমন আছে তার উপর। অর্থাৎ আপনারা পুরনো ফোন পরিবর্তন করে 12,999 টাকার পরিবর্তে মাত্র 599 টাকায় এই ফোনটি কিনতে পারবেন।

কেনার আগে ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন:

এতে একটি 6.6-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। স্টোরেজের জন্য এই ফোনটিতে 4GB RAM এবং 64GB স্টোরেজ রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। প্রসেসরের জন্য, এই ফোনটিতে অক্টা-কোর প্রসেসর Unisoc T616 রয়েছে। ক্যামেরা সম্পর্কে বলতে গেলে, Realme C35-এ f/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, f/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং f/2.8 অ্যাপারচার সহ একটি 0.3-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। একই সময়ে, এর সামনে f/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Dual Band Wi-Fi, Bluetooth V5.0, GPS/A-GPS, USB Type-C এবং 3.5mm হেডফোন জ্যাক। এই Realme ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Next Article