Oppo Find N2 Flip ভারতে আসছে 15 ফেব্রুয়ারি, দেশে Oppo-র প্রথম ‘Flip’ ফোন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 15, 2023 | 7:55 AM

Oppo Find N2 Flip India Launch News: এই ফ্লিপ ফোনে Hasselblad ক্যামেরাও ব্যবহার করছে Oppo। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে অক্টা-কোর MediaTek Dimensity 9000+ প্রসেসরের সাহায্যে

Oppo Find N2 Flip ভারতে আসছে 15 ফেব্রুয়ারি, দেশে Oppo-র প্রথম Flip ফোন
এই প্রথম ফ্লিপ ফোন নিয়ে হাজির Oppo।

Follow Us

Oppo ভারতে তাদের প্রথম ফ্লিপ ফোন নিয়ে আসতে চলেছে। ফোনের নাম Oppo Find N2 Flip। ক্ল্যামশেল-লাইক ডিজ়াইনের সেই Oppo ফোল্ডিং ফোন ভারতে লঞ্চ করা হবে 15 ফেব্রুয়ারি। সেই দিন ফোনটি বিশ্বের অন্যান্য প্রান্তেও লঞ্চ করা হবে। প্রসঙ্গত, 2023 সালে Oppo A78 5G এবং Oppo Reno 8T লঞ্চ করার পর Find N2 Flip সংস্থার তৃতীয় ফোন। এই ফোল্ডিং ফোনটি সরাসরি টক্কর দেবে Samsung Galaxy Z Flip 4-এর সঙ্গে, যার দাম ভারতে এখন 82,999 টাকা।

Oppo তার নতুন ফোন লঞ্চ নিয়ে একটি অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে। সেখান থেকেই জানা গিয়েছে, এই Oppo Find N2 ফোনটি তার চায়না মডেলের সঙ্গে অনেকাংশেই এক হতে চলেছে। গত বছর ডিসেম্বর মাসে Oppo Inno Day অনুষ্ঠিত হওয়ার সময় Find N2 Flip ফোনের পর্দা উন্মোচিত হয়েছিল চিনে। সেই সঙ্গেই সেখানে নোটবুকের মতো ফোল্ডিং Find N2 ফোনটিও লঞ্চ করা হয়েছিল। কিন্তু সেই ফোনটি ভারতে এখনই লঞ্চ করা হচ্ছে না।

পোস্টার থেকে জানা গিয়েছে, ফ্লিপ ফোনটির ভারতীয় মডেলের গোলাপি এবং কালো রঙের ভ্যারিয়েন্ট থাকবে। Find N2 Flip ফোনে ভার্টিকল ওরিয়েন্টশনে দেওয়া হচ্ছে ওয়াইড কভার স্ক্রিন। এর প্রতিযোগী ফোন অর্থাৎ Galaxy Z Flip 4-এ রয়েছে হরাইজ়ন্টাল ফর্ম্যাটের কভার স্ক্রিন। এই ডিসপ্লে ইউজারদের বিভিন্ন ছবি প্রিভিউ করে নিতে সাহায্য করবে ফোনটিকে আনফোল্ড করা ছাড়াই।

Oppo Find N2 Flip ফোনের চিনা মডেলটিতে রয়েছে 6.8 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে, যা 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। বাইরের দিকের অংশটির ডিসপ্লে 3.62 ইঞ্চির এবং সেটি 60Hz রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে অক্টা-কোর MediaTek Dimensity 9000+ প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 16GB RAM এবং 512GB স্টোরেজের সঙ্গে।

Find N2 Flip ফোনে Hasselblad ক্যামেরাও ব্যবহার করছে Oppo। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে থাকছে 50MP সেন্সর। সেকেন্ডারি হিসেবে থাকছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। অন্য দিকে ফোনটি যখন আনফোল্ড করা হবে, তখন তার ভিতরে দেখা যাবে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের দিক থেকে এই ফোনে রয়েছে 5G সাপোর্ট, 4,300mAh ডুয়াল-সেল ব্যাটারি, যা 44W SuperVOOC চার্জিং সাপোর্ট করবে এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

চিনে Oppo Find N2 Flip লঞ্চ করা হয়েছে CNY 5,999 দামে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 71,000 টাকা। ফোনের 8GB + 256GB স্টোরেজ মডেলের জন্য এই দাম ধার্য করা হয়েছে। এখন ভারতেও ফোনটি এই দামেই লঞ্চ করা হয় কি না, তা একমাত্র সময়ই বলবে।

Next Article
OnePlus 11 5G First Sale: সেলের প্রথম দিনই 19,000 টাকা ছাড়ে OnePlus 11 5G-র ঝোড়ো ব্যাটিং
14,999 টাকার Realme C35 ফোন পেয়ে যাবেন মাত্র 599 টাকায়, মানতে হবে এই শর্ত