Flipkart Year End সেলে 43,999 টাকার Google Pixel 6a মাত্র 5,100 টাকায়, এমন অফার মিস করা যায় নাকি!

Flipkart Year End Sale-এ Google Pixel 6a স্মার্টফোনের উপরে সরাসরি 14,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে, প্রাথমিক ভাবে প্রাইস কাটের পর ফোনটির দাম 43,999 টাকা থেকে 29,999 টাকা। তারপরেও 5,000 টাকায় ফোনটি আপনি কীভাবে পাবেন, জেনে নিন।

Flipkart Year End সেলে 43,999 টাকার Google Pixel 6a মাত্র 5,100 টাকায়, এমন অফার মিস করা যায় নাকি!
ব্যাপক ছাড়ে Google Pixel 6A।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2022 | 1:31 PM

Flipkart Year End সেল চলছে জোরকদমে। 31 ডিসেম্বর শেষ হচ্ছে বর্ষশেষে ফ্লিপকার্টের সবথেকে বড় সেল। এই কয়েকদিনে Apple, Samsung, Google-সহ নামীদামি সব ব্র্যান্ডের স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় ছাড়। এখন এই সেলের এক্কেবারে শেষ পর্বে এসে উপস্থিত। বছরটাও ঘুরতে চলেছে। এই পরিস্থিতিতে আপনি যদি প্রিমিয়াম স্মার্টফোন কেনারা চিন্তাভাবনা করেন, তাহলে Google Pixel 6a আপনার জন্য সেরা অপশন হতে পারে। তার কারণ, এই ফোন একদিকে যেমন দুর্ধর্ষ তেমনই আবার ফ্লিপকার্টে এই ফোনের উপরে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়।

Google Pixel 6a ভারতে লঞ্চ হয়েছিল 43,999 টাকা দামে। তবে তারপরে Google Pixel 7 সিরিজ় লঞ্চের আগেই ফোনের দাম অনেকটাই কমিয়ে দেয় গুগল। তবে Flipkart থেকে আপনাকে যে পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে, তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 38,899 টাকা ছাড় পেয়ে যাবেন আপনি যদি ফ্লিপকার্ট থেকে Google Pixel 6a ক্রয় করেন। অর্থাৎ এই ফোন কিনতে আপনার খরচ হবে মাত্র 5,100 টাকা।

Flipkart Year End Sale-এ Google Pixel 6a স্মার্টফোনের উপরে সরাসরি 14,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে, প্রাথমিক ভাবে প্রাইস কাটের পর ফোনটির দাম 43,999 টাকা থেকে 29,999 টাকা। এরপরে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ব্যাঙ্কের অফার। ফেডারালা ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থাকলে পেয়ে যাবেন 3,000 টাকা পর্যন্ত ছাড়। তবে সবথেকে বড় ছাড় আপনি পেয়ে যাবেন যদি ফোনটি এক্সচেঞ্জ করিয়ে নেন।

Flipkart-এর এই বর্ষশেষের সেলে Google Pixel 6a ফোনে 21,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার থাকছে। তার ফলেই এই ফোনের উপরে সব মিলিয়ে 38,899 টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং মাত্র 5,100 টাকায় আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন Pixel 6a।

Google Pixel 6a: কেন কিনবেন গুগল-এর এই স্মার্টফোন

Google Pixel 6a-র পরবর্তী আপডেটেড ভার্সন মার্কেটে এসে গিয়েছে ঠিকই, কিন্তু তারপরেও আপনার জন্য এই ফোনটি সেরা হতে পারে। এই ফোনে রয়েছে 6.1 ইঞ্চির HD+ OLED HDR ডিসপ্লে, যার রেজ়োলিউশন 2400 x 1080 পিক্সেল। এই ডিসপ্লে করিং গোরিলা গ্লাস 3 দ্বারা সুরক্ষিত। ডিসপ্লেটির রিফ্রেশ রেট 60Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে Google-এর ইন-হাউস Tensor চিপসেটের সাহায্যে, যা পেয়ার করা রয়েছে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।

ফটোগ্রাফির জন্য বেশ ভাল একটি ক্যামেরা সেটআপ রয়েছে Google Pixel 6a ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে একটি 12MP সেন্সর, সেকেন্ডারি হিসেবে একটি 12MP আলট্রাওয়াইড সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই গুগল স্মার্টফোনের সামনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।