Smartphone Photography: ক্যামেরার দরকার নেই, পেশাদারি ফটোগ্রাফিতে কাজে লাগাতে পারেন স্মার্টফোনই, মেনে চলুন কয়েকটি টিপস
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Jan 24, 2023 | 3:28 PM
Mobile Photography Tips: আজকাল বাজারে এমন স্মার্টফোন (Smartphones) রয়েছে যেগুলির ক্যামেরা (Camera) দিয়ে অত্য়ন্ত প্রফেশনাল ফটোগ্রাফি বা ভিডিয়ো তোলা যায়। তবে এর জন্য আপনাকে ক্যামেরার সব অপশনের কাজ বুঝতে হবে, তবেই আপনি একজন পেশাদার ফটোগ্রাফার হতে পারবেন।
1 / 6
ভাল ফটোগ্রাফির (Photography) জন্য পেশাদার ক্যামেরা থাকা জরুরি নয়। বরং, আজকাল বাজারে এমন স্মার্টফোন (Smartphones) রয়েছে যেগুলির ক্যামেরা (Camera) দিয়ে অত্য়ন্ত প্রফেশনাল ফটোগ্রাফি বা ভিডিয়ো তোলা যায়। তবে এর জন্য আপনাকে ক্যামেরার সব অপশনের কাজ বুঝতে হবে, তবেই আপনি একজন পেশাদার ফটোগ্রাফার হতে পারবেন।
2 / 6
ফটোতে ক্লিক করার আগে, আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার ফোনের ক্যামেরা একেবারে পরিষ্কার আছে। কারণ বেশির ভাগ সময় ফোন হাতে থাকে এবং এর কারণে অনেক সময় ক্যামেরায় আঙুলের ছাপ পড়ে যায়। আবার কখনও ধুলোও আটকে থাকে। যার কারণে ফটোতে ক্লিক করার সময় বার বার ঝাপসা দেখায়। তাই আপনার ফোনের ক্যামেরা পরিষ্কার করতে ভুলবেন না।
3 / 6
প্রফেশনাল ফটোগ্রাফি বা ভিডিয়ো তৈরি করার সময় আপনাকে মনে রাখতে হবে যে, শুধুমাত্র ল্যান্ডস্কেপ মোডে ফটো ক্লিক করতে হবে। ল্যান্ডস্কেপ মোডে তুললে ছবির ফ্রেম ভাল আসে। ল্যান্ডস্কেপ মোড ব্যবহার করলে বেশি ব্যাকগ্রাউন্ড কভার করা সম্ভব হয়। যা ছবিটিকে আরও সুন্দর করে তোলে।
4 / 6
আপনি যদি আপনার স্মার্টফোন থেকে প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান তবে মনে রাখবেন যে এটির জন্য দুর্দান্ত আলো থাকা প্রয়োজন। আউটডোরে আলোর তেমন প্রয়োজন হয় না, তবে ইনডোর ফটোগ্রাফির সময় আলোর বিশেষ প্রয়োজন। খুব প্রয়োজন ছাড়া ফ্ল্যাশলাইট ব্যবহার না করাই ভাল। আপনি চাইলে কম আলোতে ফটো ক্লিকের জন্য ক্যামেরা সেটিং এ গিয়ে এক্সপোজার বা আইএসও বাড়াতে পারেন।
5 / 6
স্মার্টফোন দিয়ে দারুণ ফটোগ্রাফি করতে ডেডিকেটেড ক্যামেরা অ্যাপসও (Dedicated Camera App) ব্যবহার করতে পারেন। এই অ্যাপসের সাহায্যে আপনি সহজেই যেকোনও ছবি এডিট করতে পারবেন। নিজার ইচ্ছে মতো এফেক্ট এবং টেক্সটও ফটোতে যোগ করা যাবে।
6 / 6
পেশাদার ফটোগ্রাফির জন্য আপনি বাজারে এমন অনেক স্মার্ট গ্যাজেট পাবেন যা মোবাইলের সঙ্গে কানেক্ট করা যায়। এতে ফটো ক্লিক করা সহজ হয়ে যায়। এর মধ্যে রয়েছে ক্যামেরা লেন্স, জুম এবং স্মার্টফোন ক্যামেরা ট্রাই পড। আপনি আপনার ফোনের ক্যামেরায় এগুলি আলাদাভাবে যুক্ত করতে পারবেন।