ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৫এ ফোন। ইনফিনিক্স সংস্থার স্মার্ট ৫ সিরিজে এই মডেলের নতুন সংযোজন হয়েছে। এর আগে ভারতে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স স্মার্ট ৫ ফোন। জানা গিয়েছে, নতুন ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা। সেই সঙ্গে ফ্রন্ট ডিসপ্লেতে রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। ডুয়াল সেলফি ফ্ল্যাশ রয়েছে এই ফোনে। ইনফিনিক্স স্মার্ট ৫এ ফোনে পরিচালিত হয়ে অ্যানড্রয়েড ১১ (গো এডিশন)- এর সাহায্যে।
ভারতে ইনফিনিক্স স্মার্ট ৫এ ফোনের দাম ৬৪৯৯ টাকা। ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের জন্য এই দাম ধার্য হয়েছে। আগামী ৯ অগস্ট থেকে ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে এই স্মার্টফোন। ওশান ওয়েভ, মিডনাইট ব্ল্যাক এবং Quetzal Cyan- এই তিনটি রঙে পাওয়া যাবে ইনফিনিক্স স্মার্ট ৫এ ফোন।
ইনফিনিক্স স্মার্ট ৫এ ফোনের বিভিন্ন ফিচার-
আরও পড়ুন- Samsung Galaxy A03s: ভারতে দ্রুত লঞ্চের সম্ভাবনা এই ফোনের, লাইভ হয়েছে সাপোর্ট পেজ