রিলায়েন্স জিও এবং গুগল, এই দুই সংস্থা জোট বেঁধে তৈরি করেছে ‘জিওফোন নেক্সট’। এই অ্যানড্রয়েড ফোন যে ভারতে আসছে সেকথা ঘোষণা হয়েছিল জুন মাসে। সেই সময়েই জানা গিয়েছিল যে সেপ্টেম্বর মাস থেকে এই এন্ট্রি লেভেল অ্যানড্রয়েড স্মার্টফোনের বিক্রি শুরু হবে। সম্প্রতি রিলায়েন্স জিও এবং গুগলের তৈরি এই ফোনের বেশ কিছু ফিচার অনলাইনে প্রকাশ হয়েছে। শোনা যাচ্ছে, অ্যানড্রয়েড ১১ (গো এডিশন)- এর সাহায্যে পরিচালিত হবে জিওফোন নেক্সট। সেই সঙ্গে থাকতে পারে একটি সিঙ্গল রেয়ার ক্যামেরা। ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে এই ক্যামেরা দেখা যাবে। এছাড়াও জিওফোন নেক্সটে থাকতে পারে একটি এইচডি প্লাস ডিসপ্লে।
জিওফোন নেক্সটের দাম কত হতে পারে, তা নিয়েও যথেষ্ট কৌতূহল রয়েছে গ্যাজেট প্রেমীদের মধ্যে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির ৪৪তম অ্যানুয়াল জেনারেল মিটিং বা বার্ষিক সাধারণ সভায় প্রথম জিওফোন নেক্সটের কথা ঘোষণা করা হয়েছিল। সেই সময় রিলায়েন্সের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি জানিয়েছিলেন, শুধু ভারত নয় সারা বিশ্বের ‘মোস্ট অ্যাফোর্ডেবল’ স্মার্টফোন হতে চলেছে জিওফোন নেক্সট। অর্থাৎ এই ফোনের দাম থাকবে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। বিশেষজ্ঞদের অনেকের মতে, যেহেতু এখনও ভারতের একটা বড় অংশের হাতে স্মার্টফোন পৌঁছয়নি, তাই তাঁদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার পাশাপাশি বাজার ধরার জন্য অ্যাফোর্ডেবল রেঞ্জে এই অ্যানড্রয়েড স্মার্টফোন লঞ্চ করছে রিলায়েন্স জিও সংস্থা।
XDA Developers সংস্থার Editor-in-Chief মিশাল রহমান সম্প্রতি টুইটারে জিওফোন নেক্সটের বেশ কিছু ফিচার প্রকাশ করেছেন। টুইটে একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন মিশাল। সেখানে দেখা গিয়েছে ফোনের বুট স্ক্রিনের ছবি, তার মধ্যে লেখা রয়েছে ‘JioPhone Next Created with Google’। মিশালের দাবি, জিওফোন নেক্সটের মডেল নম্বর LS-5701-J এবং অ্যানড্রয়েড ১০ গো এডিশনের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এছাড়াও তিনি জানিয়েছেন, এই স্মার্টফোনে থাকতে পারে ৭২০x১৪৪০ পিক্সেলের ডিসপ্লে এবং একটি Qualcomm QM215 প্রসেসর। এই প্রসেসর আসলে ৬৪ বিটের কোয়াড-কোর মোবাইল প্রসেসর, যার সঙ্গে যুক্ত থাকতে পারে Qualcomm Adreno ৩০৮ GPU। এই ফোনের ডিজাইন করা হয়েছে লো-এন্ড ডিভাইসের মতো করে। এছাড়া এই ফোনে থাকতে পারে একটি বিল্ট-ইন Qualcomm Snapdragon X5 LTE মোডেম। এই মোডেমে আবার ব্লুটুথ ভি৪.২, জিপিএস, ১০৮০পি পর্যন্ত ভিডিয়ো রেকর্ডিং ফিচার, LPDDR3 র্যাম এবং eMMC ৪.৫ স্টোরেজ সাপোর্ট।
মিশাল রহমানের আরও দাবি যে, জিওফোন নেক্সট স্মার্টফোনের পিছনে ১৩ মেগাপিক্সেলের এবং সামনে ৮ মেগাপিক্সেলের (সেলফি সেনসর) ক্যামেরা থাকবে। এছাড়াও শোনা গিয়েছে, এই ফোনে Google Camera Go – এর একটি নতুন ভার্সান আগে থেকে ইনস্টল করা থাকবে, যার সাহায্যে স্ন্যাপচ্যাট ব্যবহার করা সম্ভব। এখানেই শেষ নয়, এই ফোনে ‘DuoGo’ ফিচারও প্রি-ইনস্টল থাকতে পারে। এর সাহায্যে লো বা কম র্যাম অপটিমাইজেশন থাকতে পারে জিওফোন নেকস্টে। মিশাল জানিয়েছেন, ভারতে সম্ভবত জিওফোন নেক্সটের দাম হবে চার হাজার টাকার কম। এই ফোনের বিক্রি ভারতে শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে। তবে রিলায়েন্স জিও সংস্থা তাদের নতুন ফোনের দাম প্রসঙ্গে আনুষ্ঠাণিক ভাবে কিছু ঘোষণা করেনি।
আরও পড়ুন- iPhone 13 সিরিজে ক্যামেরায় যোগ হয়েছে নতুন ফিচার! সেগুলি জানুন