Lava Agni 2 5G পুজোর আগেই একদম সস্তা, দাম কমে গেল 6000 টাকা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 17, 2023 | 11:21 AM

Lava Agni 2 5G Offers: আপনি যদি ইএমআইতে ফোনটি কিনতে চান, তাহলে প্রতি মাসে 970 টাকা দিয়ে ফোনটি কিনে নিতে পারবেন। এর সঙ্গে আপনি 750 টাকার কুপন ছাড় পাবেন। আপনার কাছে যদি SBI কার্ড থাকে তাহলে আপনি 1000 টাকা ছাড় পাবেন। এখানেই শেষ নয়, আপনি আরও অফার পেয়ে যাবেন।

Lava Agni 2 5G পুজোর আগেই একদম সস্তা, দাম কমে গেল 6000 টাকা

Follow Us

চলতি মাসের 8 তারিখ (8 অক্টোবর) থেকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল শুরু হয়েছে। এখনও সেই সেল চলছে। আর বিভিন্ন জিনিসের উপর প্রচুর ছাড় দেওয়া হচ্ছে। তালিকার প্রথমেই স্মার্টফোনকে রাখলে, ভুল কিছু হবে না। এই সেলে অনেক দামি ফোনগুলিতেও দুর্দান্ত ছাড় দেওয়া হয়েছে। এবার Lava Agni 2 5G-তেও বিশাল ছাড় দেওয়া হচ্ছে। এটি ভারতে প্রথম ফোন, যাতে ডাইমেনশন 7050 প্রসেসরের রয়েছে। এই ফোনে 8GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে। এছাড়াও 120 Hz রিফ্রেশ রেট সহ একটি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। তবে এই ফোনের দাম কত,আর আপনাকে কত দামে কিনতে হবে। চলুন জেনে নেওয়া যাক।

এই ফোনে কী কী ছাড় রয়েছে?

এই ফোনটির দাম 25,999 টাকা। তবে আপনাকে এই ফোনটি কিনতে বেশি টাকা খরচ করতে হবে না। আপনি এটি 23 শতাংশ অর্থাৎ 6,000 টাকা ছাড়ে মাত্র 19,999 টাকায় কিনতে পারবেন। আপনি যদি ইএমআইতে ফোনটি কিনতে চান, তাহলে প্রতি মাসে 970 টাকা দিয়ে ফোনটি কিনে নিতে পারবেন। এর সঙ্গে আপনি 750 টাকার কুপন ছাড় পাবেন। আপনার কাছে যদি SBI কার্ড থাকে তাহলে আপনি 1000 টাকা ছাড় পাবেন। এখানেই শেষ নয়, আপনি আরও অফার পেয়ে যাবেন।

রয়েছে এক্সচেঞ্জ অফারও…

আপনার কাছে যদি একটি পুরনো ফোন থাকে, তবে আপনি সেটি এক্সচেঞ্জ করে নতুন ফোনটি কিনে নিতে পারবেন। আর তার জন্য এক্সচেঞ্জ বোনাস হিসেবে আপনি 18,600 টাকা পর্যন্ত ছাড় পাবেন। তবে তার জন্য আপনার পুরনো ফোনটির অবস্থা ভাল থাকতে হবে। আপনি যদি সম্পূর্ণ এক্সচেঞ্জ অফার পান, তবে এই ফোনটি মাত্র 1,399 টাকায় কিনতে পারবেন।

Lava Agni 2 5G-এ কী রয়েছে?

এই ফোনে একটি 6.78 ইঞ্চি FHD+ কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এর রিফ্রেশ রেট 120Hz। এই ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনশন 7050 6nm প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 4700 mAh ব্যাটারি রয়েছে, যা সুপারফাস্ট 66W চার্জার সাপোর্ট করে। ফোনটিতে একটি কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে। প্রথমটি 50 মেগাপিক্সেলের। দ্বিতীয়টি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, তৃতীয়টি 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং চতুর্থটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফোনটিতে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনটি Android 13-এ কাজ করে।

Next Article