MarQ M3 Smart: ভারতে লঞ্চ হয়েছে এই বাজেট স্মার্টফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে

কালো এবং নীল, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে MarQ M3 Smart বাজেট স্মার্টফোন। 

MarQ M3 Smart: ভারতে লঞ্চ হয়েছে এই বাজেট স্মার্টফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে
এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2021 | 9:57 AM

ভারতে লঞ্চ হয়েছে নতুন বাজেট স্মার্টফোন MarQ M3 Smart। ফ্লিপকার্ট অধিকৃত এই সংস্থার ফোন ইতিমধ্যেই তাক লাগিয়েছে। এর আগে এই সংস্থা স্মার্ট টিভি এবং স্পিকারও লঞ্চ করেছে। MarQ M3 Smart ফোনের ডিসপ্লেতে রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানেই সেট করা রয়েছে সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও এই বাজেট স্মার্টফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ।

এছাড়াও MarQ M3 Smart স্মার্টফোনে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর পাশাপাশি এই বাজেট ফোনে রয়েছে একটি অক্টা কোর প্রসেসর। ফ্লিপকার্টের আসন্ন বিগ বিলিয়ন ডে’জ সেলে এই ফোন কেনা যাবে। এই ফোনে রয়েছে একটি ৩.৫ মিলিমিটার অডিয়ো জ্যাক এবং চার্জের জন্য এওর‍্যেছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট।

ভারতে MarQ M3 Smart ফোনের দাম কত?

ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া MarQ M3 Smart স্মার্টফোনের ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৭৯৯৯ টাকা। নির্দিষ্ট সময়ের জন্য এই ফোন ৬২৯৯ টাকার বিক্রি করা হবে। কালো এবং নীল, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে MarQ M3 Smart বাজেট স্মার্টফোন।

MarQ M3 Smart ফোনের বিভিন্ন ফিচার

  • এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১০- এর সাহায্যে।
  • MarQ M3 Smart ফোনে রয়েছে ৬.০৮ ইঞ্চির একটি এইচডি প্লাস ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে 2.5D কার্ভড গ্লাস প্রোটেকশন।
  • এই ফোনে রয়েছে একটি ১.৬GHz অক্টা কোর প্রসেসর। তার সঙ্গে রয়েছে ২ জিবি র‍্যাম।
  • MarQ M3 Smart বাজেট ফোনের ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি। তবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে তা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং একটি bokeh লেন্স। ক্যামেরা ফিচারের মধ্যে রয়েছে নাইট মোড, বিউটি মোড, স্লো মোশন, টাইম ল্যাপস এবং আরও অনেক কিছু।
  • এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও রয়েছে ৫০০০mAh ব্যাটারি। এই ব্যাটারি ২৪ ঘণ্টার মিউজিক, ৯ ঘণ্টা মুভি ওয়াচিং এবং প্রায় ৪২ ঘণ্টা কল টাইম ফিচার দেয় বলে দাবি করেছে ফোন নির্মাণকারী সংস্থা।
  • এই ফোনে ইউজারের সুরক্ষার জন্য রয়েছে ফেস আনলক ফিচার। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে MarQ M3 Smart বাজেট ফোনে রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিয়ো জ্যাক, মাইক্রো ইউএসবি পোর্ট, ডুয়াল সিমের স্লট, ওয়াই-ফাই b/g/n, ব্লুটুথ ভি৪.২, জিপিএস, ৪জি সাপোর্ট ও আরও অনেক কিছু। এই ফোনের ওজন ১৮৫ গ্রাম।

আরও পড়ুন- Oppo Mobiles: পয়লা অক্টোবরেই ভারতে আসতে চলেছে ওপ্পো ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন