Nokia C31 লঞ্চ হল ভারতে, মাত্র 9,999 টাকায় Google ক্যামেরা, আর কী ফিচার?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 17, 2022 | 5:55 PM

Nokia C31 ভারতে নিয়ে আসা হয়েছে মোট দুটি স্টোরেজ ভার্সনে। তদের মধ্যে ফোনটির 3GB RAM + 32GB স্টোরেজ মডেলের দাম 9,999 টাকা। ফোনটির 4GB + 64GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা।

Nokia C31 লঞ্চ হল ভারতে, মাত্র 9,999 টাকায় Google ক্যামেরা, আর কী ফিচার?
ভারতে Nokia-র নতুন ফোন।

Follow Us

Nokia C31 Price & Specs: এই মুহূর্তে সারা বিশ্বে Nokia ফোন তৈরি করে HMD Global। সেই সংস্থাই বাজেট সেগমেন্টে ভারতে একটি নতুন Nokia হ্যান্ডসেট লঞ্চ করল। ফোনের নাম Nokia C31। মাত্র 9,999 টাকায় এই ফোনটি ভারতে নিয়ে আসা হয়েছে। দেশে নোকিয়ার অনলাইন স্টোর এবং অফলাইনেও ফোনটি ইতিমধ্যেই বিক্রি করা হচ্ছে। Nokia C31-এর গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে তার Google ক্যামেরা। আর কী কী ফিচার রয়েছে, সেগুলিই একনজরে দেখে নেওয়া যাক।

Nokia C31: দাম, রং ও উপলব্ধতা

Nokia C31 ভারতে নিয়ে আসা হয়েছে মোট দুটি স্টোরেজ ভার্সনে। তদের মধ্যে ফোনটির 3GB RAM + 32GB স্টোরেজ মডেলের দাম 9,999 টাকা। ফোনটির 4GB + 64GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা। চারকোল, মিন্ট এবং সিয়ান এই তিনটি কালার অপশন রয়েছে Nokia C31-এর। ফোনটি খুব শীঘ্রই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে চলে আসবে। এই ফোনের সঙ্গে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে, যাতে কাস্টমাররা অতিরিক্ত সুরক্ষা পান।

Nokia C31: ফিচার ও স্পেসিফিকেশন

Nokia C31-এ রয়েছে 6.7 ইঞ্চির HD স্ক্রিন। সিঙ্গেল, ফ্রন্ট ফেসিং ক্যামেরা লুক্কায়িত রয়েছে ফোনের ডিসপ্লে নচে। রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Google-এর প্রসেসিং পাওয়ার প্রযুক্তি দেওয়া হয়েছে ফোনটিতে, যার সাহায্যে যে কোনও লাইটিংয়ে ব্যবহারকারীদের দুর্ধর্ষ ফটোগ্রাফি অভিজ্ঞতা দিতে পারে Nokia C31। অতিরিক্ত সুরক্ষার জন্য ফোনটিতে ময়েস্চার এবং ধুলোবালির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে। তিনটি ক্যামেরা রয়েছে এই ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে 13MP ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে রয়েছে দুটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

কতটা টেকসই ব্যাটারি

HMD Global তার ফোনের ব্যাটারির দিকে বরাবরই খেয়াল রাখে। সংস্থার তরফে জানানো হয়েছে, লেটেস্ট Nokia C31 একবার চার্জে তিন দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। পাশাপাশি এই ফোনের ব্যাটারি লাইফ আরও বাড়াতে AI-পাওয়ার্ড ব্যাটারি সেভিং প্রযুক্তি দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়াও, এই ফোনে রয়েছে সুপার ব্যাটারি সেভার মোড, যা ব্যাটারি লো থাকার সময়ও ফোনের কিছু ফাংশন বন্ধ করে রাখে।

কী-কী অ্যাপ ইনস্টল করা রয়েছে

স্পটিফাই, গোপ্রো কুইক, গুগল অ্যাপের মতো একাধিক জরুরি মোবাইল অ্যাপ্লিকেশন প্রি-ইনস্টল করা রয়েছে এই ফোনে। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য অ্যান্ড্রয়েড প্রাইভেসি প্রোটেকশন হিসেবে Nokia C31-এ দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসিয়াল আনলক। এই ফোনের উপরে কোয়ার্টালি সিকিওরিটি আপডেটের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে HMD Global-এর তরফে।

Next Article
বছর শেষে Xiaomi-র বিরাট সেল, 8000 টাকা ছাড়ে Redmi K50i ও Xiaomi 12 Pro
5 জানুয়ারি ভারতে আসছে Redmi Note 12 Pro+ 5G, দেশের প্রথম 200MP ক্যামেরা ফোন, আর কী চমক?