12499 টাকার ফোনে 11874 টাকার ডিসকাউন্ট, মাত্র 625 টাকায় কিনে নিন Nokia G42 5G

Nokia G42 5G Price: ফোনটিতে একটি 6.56 ইঞ্চি HD Plus LCD ডিসপ্লে রয়েছে। এর পিক্সেল রেজোলিউশন হল 720 x 1612। এর রিফ্রেশ রেট 90 Hz। এই ফোনটি Snapdragon 480 Plus 5G প্রসেসর দেওয়া হয়েছে। এতে রয়েছে 6 GB RAM যা 5 GB পর্যন্ত বাড়ানো যাবে। এতে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

12499 টাকার ফোনে 11874 টাকার ডিসকাউন্ট, মাত্র 625 টাকায় কিনে নিন Nokia G42 5G
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 12:52 PM

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale) এখনও চলছে। এই সেলে প্রচুর ফোনের উপর ছাড় দেওয়া হচ্ছে। তাছাড়াও রয়েছে ডিল অফ দ্য ডে। অর্থাৎ সেই নির্দিষ্ট দিনের জন্য কিছু জিনিসের দাম অনেকটাই কমে। এবার এই সেলে Nokia G42 5G-এর দাম অনেকটাই কমানো হয়েছে। এই ফোনটি এক্সচেঞ্জ অফারের পাশাপাশি EMI-এও কিনতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এতে কী কী অফার আছে।

Nokia G42 5G-তে ডিসকাউন্ট এবং অফার:

এই ফোনের 6 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা। তবে এতে 22 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এর পরে ফোনটি 12,499 টাকায় কিনতে পারবেন। আপনি যদি এটি ইএমআইতে কিনতে চান তাহলে প্রতি মাসে 606 টাকা দিয়ে কিনে নিতে পারেন। আপনি যদি SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে আপনাকে 1000 টাকা ছাড় দেওয়া হবে।

আপনার যদি পুরনো ফোন থাকে, তবে আপনি 11,874 টাকা পর্যন্ত ছাড় পাবেন। এই অফারটি আপনার পুরনো ফোনের অবস্থার উপর নির্ভর করে। তার অবস্থা ভাল থাকলেই আপনি এত ছাড় পাবেন। যদি সম্পূর্ণ এক্সচেঞ্জ বোনাস পাওয়া যায়, তবে আপনি এই ফোনটি 625 টাকায় পাবেন।

Nokia G42 5G কেন কিনবেন?

ফোনটিতে একটি 6.56 ইঞ্চি HD Plus LCD ডিসপ্লে রয়েছে। এর পিক্সেল রেজোলিউশন হল 720 x 1612। এর রিফ্রেশ রেট 90 Hz। এই ফোনটি Snapdragon 480 Plus 5G প্রসেসর দেওয়া হয়েছে। এতে রয়েছে 6 GB RAM যা 5 GB পর্যন্ত বাড়ানো যাবে। এতে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 50 মেগাপিক্সেল AI ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এছাড়াও দু’টি সেন্সর 2 মেগাপিক্সেলের। একই সঙ্গে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে। এতে Android 13 দেওয়া হয়েছে।