Nothing Phone 2 নিয়ে বিশেষ আপডেট, এবার সুইডিশ হাউস মাফিয়া রিংটোন, শব্দ করলেই জ্বলবে আলো

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 28, 2023 | 4:36 PM

Swedish House Mafia Ringtone: টুইটারে ব্রিটেনের এই স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখান থেকে ফোনের নতুন রিংটোন সম্পর্কে জানা গিয়েছে। সুইডিশ DJ ত্রয়ী সুইডিশ হাউস মাফিয়ার সঙ্গে জুটি বেঁধে এই Nothing Phone 2 ফোনের জন্য একটি গ্লিফ সাউন্ড প্যাক লঞ্চ করছে সংস্থাটি।

Nothing Phone 2 নিয়ে বিশেষ আপডেট, এবার সুইডিশ হাউস মাফিয়া রিংটোন, শব্দ করলেই জ্বলবে আলো
রিংটোনের যথার্থ শক্তি প্রদর্শন করবে Nothing Phone 2।

Follow Us

Nothing Phone 2 নিয়ে যতটা সম্ভব ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি করা যায়, তার কোনও ফাঁক রাখছে না কার্ল পেইয়ের কোম্পানি। বিগত কয়েক মাস ধরেই এই ফোন সংক্রান্ত একাধিক তথ্য আমাদের সামনে আসছে। কিন্তু ফোনের ডিজ়াইন থেকে শুরু করে ফিচার্স নিয়ে কংক্রিট কোনও তথ্য এখনও আমাদের সামনে আসেনি। তবে এবার একটা অফিসিয়াল ঘোষণা করল Nothing। টুইটারে ব্রিটেনের এই স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখান থেকে ফোনের নতুন রিংটোন সম্পর্কে জানা গিয়েছে। সুইডিশ DJ ত্রয়ী সুইডিশ হাউস মাফিয়ার সঙ্গে জুটি বেঁধে এই Nothing Phone 2 ফোনের জন্য একটি গ্লিফ সাউন্ড প্যাক লঞ্চ করছে সংস্থাটি।

Nothing ফোনে সুইডিশ হাউস মাফিয়ার রিংটোন

এক্সক্লুসিভ গ্লিফ সাউন্ড প্যাকটি তৈরি করার জন্য সুইডিশ DJ ত্রয়ী সুইডিশ হাউস মাফিয়ার সঙ্গে জুটি বেঁধেছে নাথিং। এগুলি আসলে কাস্টমাইজ়ড রিংটোন, যা তৈরি করা হয়েছে গ্লিফ কম্পোজ়ার নামক একটি নতুন ফিচারের সাহায্য নিয়ে। বিশেষ ফিচারটির আগমন হতে চলেছে Nothing OS 2.0 এর সঙ্গে। রিংটোনটি গ্লিফ ইন্টারফেসের সঙ্গে সিঙ্ক্রোনাইজ় করা হয়েছে। অর্থাৎ ফোনের রিংটোন বাজার সঙ্গে-সঙ্গেই পিছনে সাদা LED আলো জ্বলতে দেখা যাবে।

এই গ্লিফ কম্পোজ়ারের সাহায্যে আপনি সুইডিশ হাউস মাফিয়ার বানানো কাস্টম সাউন্ড পার্সোনালাইজ় করতে পারবেন। পাশাপাশি আপনি বিভিন্ন প্যাডে ট্যাপ করে ভিন্ন-ভিন্ন লাইট অ্যান্ড সাউন্ড কম্বিনেশন প্রোডিউস করতে পারবেন। এই ভাবেই আপনি আপনার নিজস্ব গ্লিফ রিংটোন কম্পোজ় করতে পারবেন। প্রাথমিক ভাবে এই ফিচারটি দেওয়া হচ্ছে Nothing Phone 2-এ। পরবর্তীতে তা Nothing OS 2.0 সফটওয়্যার আপগ্রেডেশনের মাধ্যমে Nothing Phone 1-এও পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।


Nothing Phone 2 কবে আসছে

ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে Nothing Phone 2 লঞ্চ করছে 11 জুলাই। ভারতীয়দের জন্য আগে থেকেই দেওয়া হবে প্রি-অর্ডারের সুবিধা। 29 জুন থেকেই ফ্লিপকার্টে এই ফোন অর্ডার করা যাবে। যাঁরা প্রি-অর্ডার করে রাখবেন, তাঁদের একটি বিশেষ সুবিধা রয়েছে। 50% ছাড়ে Nothing-এর বিভিন্ন অ্যাক্সেসারি পাওয়া যাবে।

Nothing Phone 2 ফিচার ও স্পেসিফিকেশন

1) এই স্মার্টফোনে দেওয়া হচ্ছে একটি 6.7 ইঞ্চির ডিসপ্লে, যা আগের ফোনের থেকে 0.15 ইঞ্চি বড়।

2) পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি কোয়ালকমের Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে।

3) থাকছে বেশ বড় এবং শক্তিশালী একটি 4,700mAh ব্যাটারি।

4) সফটওয়্যার হিসেবে ফোনটিতে Nothing OS 2.0 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম দেওয়া হচ্ছে।

5) তিনটি ক্যামেরা থাকবে ফোনটিতে। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 50MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর থাকবে বলে জানা গিয়েছে।

Next Article