সারা বিশ্বের সঙ্গে ভারতেও OnePlus 10T 5G লঞ্চ হল, সেরা ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন

OnePlus 10T 5G ফোনটি ভারতে লঞ্চ করে গেল। ফোনের দাম শুরু হচ্ছে 50,000 টাকা থেকে। এই মুহূর্তের সবথেকে সেরা ফ্ল্যাগশিপ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য এক নজরে দেখে নিন।

সারা বিশ্বের সঙ্গে ভারতেও OnePlus 10T 5G লঞ্চ হল, সেরা ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন
OnePlus 10T 5G ফোনটি ভারতে এসে গেল।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2022 | 1:18 PM

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ইভেন্টের মাধ্যমে OnePlus 10T 5G ফোনের পর্দা উন্মোচিত হল। ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তেও অফিসিয়ালি লঞ্চ করে গেল ওয়ানপ্লাসের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনটি। ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে 49,999 টাকা থেকে। সেই দাম ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজের জন্য। রয়েছে আরও একটি 16GB RAM, যা এই প্রথম বার কোনও ওয়ানপ্লাস ফোনের ক্ষেত্রে হল। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে কোয়ালকম Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে। পাশাপাশি এটিই প্রথম ওয়ানপ্লাস ফোন, যা 150W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থাটি দাবি করছে, 150W SUPERVOOC চার্জার এই ফোনটিতে চার্জ করবে, যার সাহায্যে মাত্র 19 মিনিটেই 1-100 শতাংশ চার্জ হয়ে যাবে।

OnePlus 10T: স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই স্মার্টফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চির ফ্লুইড AMOLED ডিসপ্লে, যা ফুল HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে এবং তার রেজ়োলিউশন 2412X1080 পিক্সেলস। এই ডিসপ্লে 10-বিট কালার, RGB কালার গ্যামুট এবং HDR10+ সাপোর্ট করে। এছাড়াও এই ডিসপ্লের স্ক্রিন রিফ্রেশ রেট 120Hz।

প্রসেসর: পারফরম্যান্সের দিক থেকে OnePlus 10T ফোনটি চালিত হবে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর Snapdragon 8+ Gen 1 SoC-র সাহায্যে, যা পেয়ার করা থাকছে 16GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে।

সফটওয়্যার: এই ফোনে সফটওয়্যার হিসেবে রয়েছে Android 12 ভিত্তিক OxygenOS 12.1 অপারেটিং সিস্টেম।

ক্যামেরা – OnePlus 10T ফোনে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে একটি 50MP সনি IMX766 ক্যামেরা রয়েছে, যা অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, যার ফিল্ড অফ ভিউ 120 ডিগ্রি এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি – অত্যন্ত শক্তিশালী একটি 4,800mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে, যা 150W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus 10T: দাম ও উপলব্ধতা

OnePlus 10T 5G ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। তাদের মধ্যে 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 49,999 টাকা। 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 54,999 টাকা। সর্বশেষ হাই-এন্ড 6GB RAM + 256GB স্টোরেজ মডেলটির দাম 55,999 টাকা।